George Baldock: সুইমিং পুলে ডুবে প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকার আকস্মিক মৃত্যু
George Baldock dies: সুমলিং পুলের তলানিতে তল্লাশি চালালে বালডের দেহ পাওয়া যায়। ঘটনাস্থসে এক মদের বোতলও পাওয়া যায়।
নয়াদিল্লি: প্রিমিয়ার লিগ সমর্থকদের জন্য জর্জ বালডক (George Baldock) অত্যন্ত পরিচিত এক মুখ। সাত বছর ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন বালডক। সেই গ্রিক তারকা ডিফেন্ডারের দেহ তাঁরই বাড়ির সুইমিং পুলে পাওয়া যায়। ঘটনাটি বুধবার, ঘটেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
দক্ষিণ এথেন্সের উপকন্ঠে গিলিফাঁদায় বালডকের বাড়ি। রিপোর্টে অনুযায়ী সেই বাড়িতেই সুইমিং পুলের একেবারে নীচ থেকে গ্রিক ডিফেন্ডারের দেহ পাওয়া যায়। পাশাপাশি এক মদের বোতলও পাওয়া গিয়েছে বলে একাধিক গ্রিক সাংবাদপত্রে দাবি করা হয়। বালডকের স্ত্রী ঘটনাটির সময় তাঁর সঙ্গে ছিলেন না। তিনি বিদেশে রয়েছেন। বালডকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও, তা সম্ভব না হলে তাঁর স্ত্রীই বাড়ির মালিককে এই বিষয়ে অবগত করান। তড়ঘড়ি ঘটনাস্থলে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়।
বালডকের জন্ম ইংল্যান্ডেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে দীর্ঘ সাত বছর খেলার পর এ মরশুমেই দলবদল ঘটিয়ে গ্রিসের ক্লাব প্যানাথানাইকসে যোগ দেন তিনি। তাঁর বাবা গ্রিক হওয়ায় ২০২২ সালেই গ্রিসের জাতীয় দলে ডাক পান তিনি। গ্রীক জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন বালডক। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন নেশনস লিগের ম্যাচে জন্য তিনি ডাক পাননি।
বালডকের মৃত্যুতে ফুটবলমহলে শোকের ছায়া। গ্রিস জাতীয় দলের অফিসিয়াল ওয়েবসাইট এবং তাঁর বর্তমান ক্লাবের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে কালো করে দেওয়া হয়। প্রিমিয়ার লিগের তরফেও সোশ্যাল মিডিয়ায় বালডকের মৃত্যুতে শোকজ্ঞাপন করে তাঁর সাদা কালো একটি ছবি পোস্ট করা হয়। বালডকের পরিবার-পরিজনদের জন্য সমবেদনাও জানানো হয়।
The Premier League is deeply saddened by the passing of former Sheffield United defender George Baldock. Our thoughts are with his family and friends at this incredibly sad time.
— Premier League (@premierleague) October 10, 2024
Sheffield United Football Club is shocked and extremely saddened to learn of the passing of former player, George Baldock.
— Sheffield United (@SheffieldUnited) October 9, 2024
The defender left the club in the summer after seven years at Bramall Lane and was extremely popular with supporters, staff and team-mates who pulled on a… pic.twitter.com/OlDsn0lFpB
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বুটজোড়া তুলে রাখছেন প্রাক্তন সতীর্থ, ইনিয়েস্তার অবসরে আবেগঘন লিওনেল মেসি