Mohun Bagan: শিল্ড জয়ের পর কী প্রতিক্রিয়া দিলেন বাগানের তারকা প্লেয়াররা?
ISL: ওড়িশা এফসির বিপক্ষে লিগ শিল্ড নিশ্চিত করার পর শনিবার রাতে সবুজ-মেরুন বাহিনী তাদের শেষ হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে লিগ পর্ব স্মরণীয় ভাবে শেষ করে।

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার এবং মেরিনার্সদের প্রথম দল হিসেবে লিগ শিল্ড ধরে রাখার সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়ান্টের তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। ওড়িশা এফসির বিপক্ষে লিগ শিল্ড নিশ্চিত করার পর শনিবার রাতে সবুজ-মেরুন বাহিনী তাদের শেষ হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে লিগ পর্ব স্মরণীয় ভাবে শেষ করে। ১৭টি জয়ের রেকর্ড-সহ হোসে মোলিনার দল মরশুম শেষ করে ৫৬ পয়েন্ট নিয়ে, যা লিগের ইতিহাসে নজিরবিহীন।
অসাধারণ এক মরশুম শেষে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত গ্রেগ স্টুয়ার্ট। লিগ পর্ব দারুণভাবে শেষ করতে পারায় উচ্ছ্বসিত এই স্কটিশ প্লেমেকার। শনিবার রাতে ম্যাচের পর তিনি www.indiansuperleague.com কে বলেন, "ক্লাবের সঙ্গে জড়িত সবার জন্যই এটি একটি বিশেষ দিন। সমর্থক, মালিক এবং সব ব্যাকরুম স্টাফ। খেলোয়াড়দের জন্যও এটি অনেক বড় দিন। বিশেষ করে এই মানুষটির-- দিমিত্রি পেত্রাতোস। গত সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ওঁ।" গ্রেগ আরও বলেন, ''আমরা জানতাম যে আমরা শিল্ড জিতছি। তবে আমরা এটাও জানতাম যে তিন পয়েন্ট নেওয়া গেলে সেটা আরও ভাল হবে। তাই দুটো একসঙ্গে করতে পেরে দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে। পরিবার এখানে, সবাই একসঙ্গে আনন্দ করছে। অসাধারণ এক দিন।" গতকালের গোলটি করার সঙ্গে সঙ্গে আইএসএলে ৫০টি গোলে অবদান রাখলেন স্টুয়ার্ট। যা এক অনন্য নজির। গোয়ার বিরুদ্ধে ৯৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে তিনি। এই নিয়ে লিগে ২৪টি গোল ও ২৬টি অ্যাসিস্ট হল তাঁর। তিনি এখন লিগের নবম খেলোয়াড়, যিনি এই কীর্তি গড়লেন।
মোহনবাগান সুপার জায়ান্টের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, অবিচল সংকল্প এবং লড়াইয়ের মানসিকতাই তাদের লিগ টেবলের শীর্ষে পৌঁছে দিয়েছে এবং টানা দ্বিতীয়বার মর্যাদাপূর্ণ লিগ শিল্ড জয়ের গৌরব এনে দিয়েছে বলে মনে করেন সবুজ-মেরুন বাহিনীর অধিনায়ক শুভাশিস বোস। তিনি বলেন, "আমি আমার দলের জন্য গর্বিত। টানা দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই আনন্দিত। এটাই আমরা, এটাই মোহনবাগান সুপার জায়ান্ট।'' সতীর্থদের মানসিকতার প্রশংসা করে তিনি বলেন,"আমাদের মানসিকতা, কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত, সব সময়ই ছিল শিল্ডজয়ের লক্ষ্যকে কেন্দ্র করে। তারা সব সময় আমাদের বিশ্বাস জুগিয়েছে যে আমরা ট্রফি জিততে পারি। ট্রফি ছাড়া আমাদের কোনও মূল্য নেই। আমাদের মানসিকতাই আমাদের আসল শক্তি।''
আর এক স্কটিশ তারকা ডিফেন্ডার টম অলড্রেড, যিনি শনিবারের ম্যাচের সেরার খেতাবও জিতে নেন, তাঁর কাছেও এটা স্মরণীয় সাফল্য। ম্যাচের পর তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "বিভিন্ন দেশে, বিভিন্ন ক্লাবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু এত সমর্থক, ক্লাবের ঐতিহ্য এবং কলকাতার মানুষের কাছে এর গুরুত্ব— এ সব দিক থেকে এটা সম্ভবত সবচেয়ে বড় ক্লাব, যেখানে আমি খেলছি। মোহনবাগানের মতো একটি ফুটবল ক্লাবে খেলা সত্যিই এক অবিশ্বাস্য সম্মান।'' এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ''আমরা খেলোয়াড়দের দায়িত্ব মাঠে ভাল পারফরম্যান্স করা এবং দলকে ম্যাচ জেতানো। আমরা সৌভাগ্যবান যে, এই মরশুমে সেটা করতে পেরেছি। আমার মনে হয়, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা নিজেদের ঘরের দর্শকদের সামনে ম্যাচ ও শিল্ড জিতি, সেই মুহূর্তের আবহ ছিল অসাধারণ।'' তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া






















