এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেই আইএসএলে প্রথম জয় পাবে দল, হুঁশিয়ারি ইস্টবেঙ্গল শিবিরের

ISL Derby: ডার্বির আগে ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো অতীত ভুলে বর্তমানের দিকেই মনোনিবেশ করার কথা বলেছেন।

কলকাতা: টানা চারটি হার দিয়ে এ বারের আইএসএল শুরু করলেও গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তা সত্ত্বেও জয়ের মুখ দেখতে পারেনি তারা। অবিশ্বাস্য সব গোলের সুযোগ হাতছাড়া করেছেন লাল-হলুদ অ্যাটাকাররা। এই ভুলগুলি নিয়ে যে চিন্তায় রয়েছেন দলের ভারপ্রাপ্ত কোচ বিনো জর্জ, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের আগে (Mohun Bagan SG) তা স্বীকার করছেন তিনি। তবে সাম্প্রতিক অবকাশে যে ভুলগুলি শোধরানোরও অনেক চেষ্টা হয়েছে, তাও জানাতে ভোলেননি।  

জামশেদপুরে দু’গোলে হারা ম্যাচে মোট ২৪টি গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু একবারও বিপক্ষের জালে বল জড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। বিপক্ষের বক্সে ৩৩ বার বল পেয়েও কিছু করতে পারেনি ক্রেসপো-ক্লেটনরা। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পেয়েও সেই সুযোগও হাতছাড়া করেন ক্রেসপো। সুযোগ তো নষ্ট করছেনই। অবধারিত গোলও করতে পারছে না তারা।

এই অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারে দল, তার সব রকম চেষ্টাই করা হয়েছে বলে জানালেন তিনি। শুক্রবার সাংবাদিকদের জর্জ বলেন, “আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি গত কয়েক দিনে। এ বার পরের ম্যাচে সেগুলো কার্যকর করতে হবে। আশা করি সেটা হবে। আমার কাজ দলের ছেলেদের মোটিভেশন জোগানো, যেটা রোজই করছি। ভুলগুলো শোধরানোর জন্য যা করার সবই করছি। দলের ছেলেরা সবাই তাদের দায়িত্ব জানে। ওরা জানে এই পরিস্থিতিতে কী করতে হবে। ওদের ওপর আমার আস্থা আছে। গত ম্যাচেই আমরা প্রায় তিরিশের কাছাকাছি আক্রমণ করেছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। গোলে পরিণত করতে পারলে আমরাই জিততাম। এই ম্যাচে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। খেলাটা মাঠেই হবে। তাই যা প্রমাণ করার আমরা মাঠেই করব।” 

ডার্বিতেই এ বার আইএসএলের প্রথম পয়েন্ট অর্জন করতে চায় ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন কোচ। বলেন, “প্রতি ম্যাচেই আমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। তবে হার-জিত খেলারই অঙ্গ। ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বির সম্পর্ক আবেগের। সেই জন্যই এই ম্যাচের অপেক্ষায় রয়েছি আমরা। মরশুমের প্রথম ডার্বি খেলছি আমরা। তাই এই ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। এই ম্যাচেই আমরা পয়েন্টের খাতা খুলতে চাই। অনুশীলনে আমি দলের ছেলেদের মধ্যে লড়াকু মনোভাব দেখছি। আশা করি কাল ম্যাচেও এই মনোভাব থাকবে। আশা করি, কাল আমরা মোহনবাগানের বিরুদ্ধে ভাল লড়াই করব।” 

এ মরশুমে তাঁর প্রশিক্ষণেই ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের কথা মনে করিয়ে দিয়ে বিনো জর্জ বলেন, “কলকাতা লিগে আমার প্রশিক্ষণেই মোহনবাগানকে হারিয়েছে আমাদের ছেলেরা। আমাদের হারানোর কিছু নেই। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব। এ বছর ক্লাব ম্যানেজমেন্ট যথেষ্ট ভাল দল গড়েছে। নতুন কোচ (অস্কার ব্রুজোন) এখন নতুন পরিকল্পনা তৈরি করেছেন। সেগুলো নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলব। দেখা যাক, ম্যাচে কী হয়। আমাদের চাপে পড়ার মতো কিছু নেই। বরং মোহনবাগানই বেশি চাপে থাকবে কাল।” 

দলের স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো অতীত ভুলে বর্তমানের দিকেই মনোনিবেশ করার কথা বলেন। তাঁর মতে, “গত বছর কী হয়েছে, তা এখন মনে না রাখাই ভাল। এই ম্যাচেই মনোনিবেশ করছি আমরা। আমাদের কাছে এটা ইতিহাসের প্রথম ডার্বির মতো। এই ম্যাচ থেকে কী করে তিন পয়েন্ট পাওয়া যায়, সেই নিয়েই বেশি ভাবছি আমরা। আইএসএলে আমাদের প্রথম পয়েন্ট পেতেই হবে। নিজেদের কৌশল নিয়েই তাই বেশি ভাবছি।” 

আরও পড়ুন: দ্রোহের ডার্বি! মানববন্ধন, বিরতিতে প্রতিবাদের পরিকল্পনা, ফের একজোট ইস্টবেঙ্গল-মোহনবাগান

কয়েক সপ্তাহ আগে ডেঙ্গিতে ভুগছিলেন সল। এখন অসুস্থতা কাটিয়ে যে তিনি পুরোপুরি ফিট, তাও জানিয়ে দিলেন ক্রেসপো। গত ম্যাচে এক ঝাঁক আক্রমণ সত্ত্বেও গোল করতে না পারায় হারতে হয় তাদের। সেই ম্যাচে প্রসঙ্গ উঠলে তিনি বলেন, গত ম্যাচে আমরা জিততে পারিনি ঠিকই। কিন্তু ওই ম্যাচ থেকে আমরা কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি। আশা করি, একটা গোল পেয়ে গেলে আরও গোল করব আমরা।”  

এ রকম সময়ে সমর্থকদের পাশে চান তারকা ফুটবলার। বলেন, “সমর্থকদের বলতে চাই, আমাদের পাশে সবাই থাকুন। আপনাদের থাকা দরকার। জানি আমাদের সময়টা ভাল যাচ্ছে না। এই অবস্থায় গ্যালারি থেকে যে চিৎকার করেন সমর্থকেরা, সেটা আমাদের খুব প্রয়োজন। সমর্থকদের জন্যই কাল ডার্বি জিততে চাই আমরা।” (সৌ: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও!
হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও!
ISKCON Bangladesh: হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
IPO Listing : বিপুল লাভের সুযোগ, এই সপ্তাহে আসছে ৩টি আইপিও, লিস্টিং রয়েছে 8টির
বিপুল লাভের সুযোগ, এই সপ্তাহে আসছে ৩টি আইপিও, লিস্টিং রয়েছে 8টির
Financial Changes : গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন, আজ থেকে বদলে গেল এই নিয়মগুলি
গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন, আজ থেকে বদলে গেল এই নিয়মগুলি
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: অনুপ্রবেশের অভিযোগে কৃষ্ণগঞ্জে পাকড়াও ১ মহিলা-সহ বাংলাদেশের ৪ নাগরিক | ABP Ananda LIVEBangladesh News: আজ বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন ইসকনের | ABP Ananda LIVEBangladesh News: ভারতে এসে নাম ভাঁড়িয়ে, পাসপোর্ট-আধার ! কেন নাম-পরিচয় লুকিয়ে শহরে ঘাঁটি ? | ABP Ananda LIVEHumayun Kabir: 'দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', বেলাগাম হুমায়ুন কবীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও!
হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও!
ISKCON Bangladesh: হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
IPO Listing : বিপুল লাভের সুযোগ, এই সপ্তাহে আসছে ৩টি আইপিও, লিস্টিং রয়েছে 8টির
বিপুল লাভের সুযোগ, এই সপ্তাহে আসছে ৩টি আইপিও, লিস্টিং রয়েছে 8টির
Financial Changes : গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন, আজ থেকে বদলে গেল এই নিয়মগুলি
গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন, আজ থেকে বদলে গেল এই নিয়মগুলি
Upcoming Bikes: ডিসেম্বরেই বাজারে আসবে এই বাইক আর স্কুটারগুলি, ফিচার্স আর দামে কোনটি হবে সেরার সেরা ?
ডিসেম্বরেই বাজারে আসবে এই বাইক আর স্কুটারগুলি, ফিচার্স আর দামে কোনটি হবে সেরার সেরা ?
Bangladesh News: অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
Fact Check: ৭৫ বছরের বেশি বয়সীদের এক টাকাও কর দিতে হবে না ? সত্যিটা কী ?
৭৫ বছরের বেশি বয়সীদের এক টাকাও কর দিতে হবে না ? সত্যিটা কী ?
Belgium Law for Sex Workers: যৌনকর্মীরাও Sick Leave, মাতৃত্বকালীন ছুটি, পেনশন, বিমা পাবেন, আইন চালু হল এই দেশে...
যৌনকর্মীরাও Sick Leave, মাতৃত্বকালীন ছুটি, পেনশন, বিমা পাবেন, আইন চালু হল এই দেশে...
Embed widget