ISL 2024: পিছিয়ে গেল আইএসএলে মোহনবাগান-মুম্বই ম্য়াচের সূচি, কখন হবে খেলা?
MBSG vs Mumbai: মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই সিটি এফসি হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ও ওডিশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে।
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (Indan Super League) মোহনবাগান সুপার জায়ান্টের শেষ ম্যাচটির দিন ও সময় পরিবর্তন করা হল। ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল, বিকেল পাঁচটা থেকে। কিন্তু তা এক দিন পিছিয়ে দেওয়া হল। অর্থাৎ, ম্যাচটি হবে ১৫ এপ্রিল। কিক-অফের সময়ও পরিবর্তন করা হয়েছে। বিকেল পাঁচটার জায়গায় তা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
ভারতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য আইএসএলে আপাতত যে বিরতি চলছে, সেই বিরতির আগে শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-৩-এ জিতে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে মোহনবাগান। তখন গোল পার্থক্যের বিচারে মুম্বই সিটি এফসি ছিল এক নম্বরে।
কিন্তু গত ৮ মার্চের ১-১ ড্র হওয়া ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৩-০ জয়ী ঘোষণা করা হয়। কিন্তু সেই ম্যাচে জামশেদপুর এফসি নিয়ম ভেঙে একজন ফুটবলারকে খেলানোর ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
মুম্বই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করায় তারা ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই রয়ে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। এই মুহূর্তে লিগ টেবলের যা অবস্থা, তাতে ১৫ এপ্রিলের এই ম্যাচেই নির্ধারিত হতে পারে এ মরশুমে লিগ শিল্ড জয়ী হবে কারা।
মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই সিটি এফসি হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ও ওডিশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের একটিতেও যদি মুম্বই হারে বা ড্র করে, তা হলে অনেকটাই সুবিধা পেয়ে যাবে মোহনবাগান এসজি। প্রথম দুই ম্যাচে জিতে শেষ ম্যাচে তারা যদি মোহনবাগানের বিরুদ্ধে ড্র-ও করে, তা হলেও লিগশিল্ড জিতবে মুম্বই।
অন্য দিকে, মোহনবাগানকে শেষ ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হওয়ার আগে আরও তিনটি ম্যাচ খেলতে হবে। ঘরের মাঠে চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে। বাকি চার ম্যাচেই যদি তারা জেতে, তা হলে তাদের লিগশিল্ড জয় কেউ আটকাতে পারবে না। যদি তারা প্রথম তিন ম্যাচে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করে, তা হলেও লিগশিল্ড জিততে পারে। যদি প্রথম তিনটির মধ্যে দু’টিতে জেতে, তা হলেও লিগ শিল্ড জেতার উপায় থাকবে। সেক্ষেত্রে মুম্বইকে দু’গোলের ব্যবধানে হারাতে হবে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে ১৫ এপ্রিলের এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তথ্য সংগ্রহ: আইএসএল
আরও পড়ুন: কোহলির দৌরাত্ম্যর পর ডিকের ফিনিশিং, ব্রারের লড়াইকে ব্যর্থ করে পাঞ্জাবকে হারাল আরসিবি