Mohun Bagan: 'টাইগার আভি জিন্দা হ্যায়', মোহনবাগানের সভাপতি পদ ছাড়লেও লড়াই ছাড়ছেন না, হুঙ্কার টুটু বসুর
Tutu Bose: বন্ধু অঞ্জন মিত্রের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ করা থেকে বসু পরিবারে ফাটল ধরানোর চেষ্টা, সব কিছুর জন্যই কিন্তু নাম না করে দেবাশিস দত্তকেই দায়ী করলেন টুটু বসু।

কলকাতা: কলকাতা ময়দানে শোরগোল ফেলে দিয়ে গত সোমবারই মোহনবাগানের (Mohun Bagan) সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন স্বপন সাধন বসু। ময়দানে তিনি পরিচিত টুটু বসু নামেই। মোহনবাগান ক্লাবের অন্দরমহল ইতিমধ্যেই নির্বাচনী আবহে উত্তপ্ত। এর মাঝে টুটু বসুর (Tutu Bose) ইস্তাফা সেই উত্তাপ বাড়ায়।
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মোহনবাগানে নির্বাচনী বোর্ড ইতিমধ্যেই গঠিত হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও লড়াইটা যে বিদায়ী সচিব দেবাশিস দত্ত বনাম প্রাক্তন সচিব সৃঞ্জয় ওরফে টুম্পাই বসুর হতে চলেছে, তা সবাই জানেন। তবে এর মধ্যেই টুটু বসুর ছোট ছেলে সৌমিক ওরফে টুবলাই বসু নিজের দাদার বিপক্ষে দেবাশিস গোষ্ঠীকেই সমর্থন জানিয়েছেন। টুটু বসু কার হয়ে প্রচার করবেন? সেই নিয়ে কোনও জল্পনার অবকাশ রাখলেন না তিনি।
শনিবার, নিজের বালিগঞ্জের বাড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'আমি টুম্পাইয়ের সঙ্গে সাথ দেব। সৃঞ্জয়ের সঙ্গে আছি আমি। সদস্যদের হাতজোড় করে বলব, আপনারা মনে করবেন সৃঞ্জয়ের সঙ্গে আছেন মানে, আপনারা টুটুদার সঙ্গে আছেন।' এই নির্বাচনটাকে কার্যত লড়াইয়ের ময়দান হিসাবেই দেখছেন টুটু বসু। তিনি বলছেন, 'সৃঞ্জয় আর আমি নির্বাচনে দাঁড়াব। টুবলাই একটা ভুল করে ফেলেছে। এটা আমার মান সম্মানের লড়াই। জেতবার পর সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেব। টাইগার আভি জিনদা হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট ইলেকশন করেছিল হুইল চেয়ারে। দরকারে তেমনভাবেই লড়ব আমি।'
ক্লাব নির্বাচনের আগে বসু পরিবারের অন্দরমহলের বিবাদ নিয়েও ময়দান সরগরম। নাম না করে এর জন্য কিন্তু দেবাশিস দত্তকেই দায়ী করছেন টুটু বসু। তাঁর দাবি যাকে তিনি নিয়ে এসেছিলেন, সেই ইচ্ছাকৃত তাঁর পরিবারে ভাঙন ধরানোর চেষ্টা করছেন, অঞ্জন মিত্রর সঙ্গে তাঁর সম্পর্কে তিক্ততা তৈরির পিছনেও যে দেবাশিস, তাও ইঙ্গিত করেন টুটু বাবু। দাবি করেন মানুষ চিনতে তিনি ভুল করেছেন।
'কারও লোভ এমন জায়গায় চলে গেছে, সে এখন এপাশ ওপাশ করছে। আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করিয়ে ফেলেছে। অঞ্জনের সংসারে ভাঙন ধরায়। অঞ্জন মারা যাওয়ার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছে। বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে। তাড়াতাড়ি করতে ফেলেছে। ও লোভী। কন্ট্রোল করতে পারিনি। মানুষ চিনতে ভুল হয়েছে। ও প্রচন্ড দুঃখ দিচ্ছে।' বলেন টুটু বসু।
তিনি যোগ করেন, 'আমার তিনটে ছেলে টুম্পাই, টুবলাই আর মোহনবাগান। টুবলাই আমার ব্যবসা পেয়েছে। টুম্পাই আমার সংগঠন পেয়েছে। একজনকে ভাগ করে দিয়েছি, ব্যবসা দেখ। আর একজনকে ফুটবলকে দেখ। আমার সংসারে ফাটল ধরাতে পারবে না। যদি কেউ তা করতে চায় ধরাতে চায়, তাহলে আমার জলে বিষ মেশাতে হবে। ও (টুবলাই বসু) বিরোধী শিবিরে থাকবে না।'






















