East Bengal: কথা দিয়েছিলেন কোচ, সেইমতোই কলকাতা ডার্বির আগেই ইস্টবেঙ্গলে আগমন নতুন বিদেশি সেলিসের
Richard Celis: ভেনেজুয়েলার প্রথম ডিভিশনের পুয়ের্তো ক্যাবিলোর হয়ে শেষবার খেলতে দেখা গিয়েছিল সেলিসকে। এবার তিনি লাল হলুদের হয়ে মাঠে নামবেন।
কলকাতা: কথা দিয়েছিলেন কোচ। সেইমতোই সপ্তাহান্তের আগেই ইস্টবেঙ্গলে (East Bengal) নতুন বিদেশির আগমন। লাতিন আমেরিকান তারকাকে সই করাল লাল হলুদ। ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড এনরিকে সেলিস স্যাঞ্চেজকে (Richard Enrique Celis Sanchez) মরশুমের শেষ পর্যন্ত সই করাল অস্কার ব্রুজোনের দল। ভেনেজুয়েলার প্রথম ডিভিশনের পুয়ের্তো ক্যাবিলোর হয়ে শেষবার খেলতে দেখা গিয়েছিল সেলিসকে। এবার তিনি লাল হলুদের হয়ে মাঠে নামবেন।
বাঁ-দিকের উইং এবং ফরোয়ার্ড, উভয় পজিশনেই খেলতে সক্ষম লাল হলুদের নতুন ফরোয়ার্ড। ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা লাভ করতে মুখিয়ে রয়েছেন সেলিস। নতুন ক্লাবে যোগদানের পর তিনি বলেন, 'ইস্টবেঙ্গলের মতো একটি ক্লাব, যার এত সমর্থক রয়েছে, এক গৌরবোজ্জল ইতিহাস রয়েছে, সেই ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার কেরিয়ারের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং ভারতীয় ফুটবলের চ্যালেঞ্জ নিতে উৎসুখ এবং এই ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি। জয় ইস্টবেঙ্গল।'
অতীতে ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে নেমার, সুয়ারেজদের বিরুদ্ধে খেলেছেন ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। প্রথম সারির ক্লাবের হয়ে শীর্ষ স্তরে ২৫০-র অধিক ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলেছেন কোপা লিবার্তাডোরেসও। এবার লাল হলুদের শক্তি বাড়াবেন তিনি। তাঁর আগমনে দলে ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশাবাদী লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন। 'আমার আশা করি ইস্টবেঙ্গলের বিশ্বাসের সঙ্গে রিচার্ডের প্রতিভা, স্কিল, দায়বদ্ধতা মিলেমিশে সাফল্য লাভে সহায়তা করবে। আশা করছি আমার যে সাফল্য লাভের আশা করছি সেই কাজে ও বড় প্রভাব ফেলবে।' বলেন অস্কার।
মুম্বইয়ের কাছে হারার পর চিন্তিত কোচ বলেন, 'আমাদের দলে এই মুহূর্তে যথেষ্ট খেলোয়াড় নেই, যাদের নিয়ে আমরা একটা ঠিকঠাক এগারোজনের দল গড়তে পারি। এক পজিশনের খেলোয়াড়কে অন্য পজিশনে খেলাতে হচ্ছে। বিশেষ করে মাঝমাঠে। তাদের নিয়ে গবেষণা করতে হচ্ছে। লিগের এই পর্যায়ে এসে যা মোটেই বাঞ্ছনীয় নয়। তবে আশা করি, যখন সবাই ফিরে আসবে, তখন আমরাও ছন্দে ফিরে আসব'।
মাদি তালাল সারা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। সল ক্রেসপোর চোট তো রয়েইছে, পাশপাশি তাঁর ভিসা নিয়েও সমস্যা মেটেনি। তাই মাঝমাঠে বিশেষত ভাল বিদেশি খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে লাল হলুদের। এই অবস্থায় সেলিস কোন স্থানে থাকেন খেলেন, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: দুরন্ত লড়াই করেও খালি হাতেই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল, হারের পর রক্ষণের দিকেই আঙুল তুলছেন কোচ অস্কার