Messi visits India: দেশে আসছেন মেসি, লিওর বিপক্ষে মাঠে নামার জন্য জোরকদমে ফুটবল অনুশীলনে ব্যস্ত মুখ্যমন্ত্রী রেড্ডি
Revanth Reddy: ৫৬ বছর বয়সি রেড্ডিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একটি আর্সেনালের কিট পরে অ্যাস্ট্রোটার্ফে কয়েকজনের সঙ্গে বেশ মজা করে ফুটবল অনুশীলন করতে দেখা গিয়েছে।

হায়দরাবাদ: এক যুগ, ১৪ বছর পর ফের একবার ভারতে আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। কলকাতা, মুম্বই, নয়াদিল্লির পাশাপাশি তাঁর হায়দরাবাদেও যাওয়ার কথা। ১৩ ডিসেম্বর মেসির এদেশে আসার কথা। সেইদিনই কলকাতা থেকে প্রাইভেট বিমানে করে আবার হায়দরাবাদ উড়ে যাবেন 'এলএম১০', খেলবেন এক প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য কসরতে কোনও কমতি রাখছেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি (Revanth Reddy)।
এর আগে রেভন্থ মেসিকে স্বাগত জানাতে যে তিনি মুখিয়ে রয়েছেন, তা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, 'আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি GOAT লিওনেল মেসির আগামী ১৩ ডিসেম্বর হায়দরাবাদ সফরেরক জন্য। এটা শহরের যে কোনও ফুটবল প্রেমীদের ও ফুটবল ভক্তদের জন্য দারুণ সুখবর। হায়দরাবাদ শহর মেসিকে আপন করে নেওয়ার জন্য, তাঁকে আপ্যায়ণের জন্য, আতিথেয়তার উষ্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত পুরোদমে।'
১৩ ডিসেম্বর মেসির আগমনে হায়দরাবাদে এক প্রীত ম্যাচ হওয়ার কথা। উপ্পলে মেসির দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রেড্ডির দলের সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। এবার সেই ম্যাচের জন্যই কিন্তু জোরকদমে প্রস্তুতি সারতে নেমে পড়লেন তেলঙ্গানা মুখ্যমন্ত্রী। সম্প্রতি হায়দরাবাদের এমসিএইচআরডি মাঠে রেভন্থ রেড্ডির ফুটবল অনুশীলনের ভিডিও, বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নিজের এই ফুটবল অনুশীলনের বিষয়ে কথা বলতে গিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'তেলঙ্গানা রাইজিং ২০৪৭ ভিসনটা মেসির সমর্থনে গোটা বিশ্বের সামনে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ীই আমি নিজেই মাঠে নেমে পড়েছি।'
Practice mode on - Hon’ble Chief Minister Sri @revanth_anumula hit the practice field at the MCHRD Grounds today, gearing up for the big football match on the 13th - where he’ll be facing none other than global football icon and #GOAT Lionel Messi and his team.
— Telangana CMO (@TelanganaCMO) December 1, 2025
Countdown… pic.twitter.com/2fyu8QDOcb
৫৬ বছর বয়সি রেড্ডিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একটি আর্সেনালের কিট পরে অ্যাস্ট্রোটার্ফে কয়েকজনের সঙ্গে বেশ মজা করে ফুটবল অনুশীলন করতে দেখা গিয়েছে। ১৩ তারিখ তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দলের হয়ে এই ম্যাচে সরকারি স্কুল থেকে বাছাই করা বেশ কয়েকজন কচিকাচারা খেলবে বলেই খবর। ম্যাচে রেড্ডির দলের নাম রাখা হয়েছে 'RR9' আর মেসির দলের নাম 'Messi10'। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ওইদিন ম্য়াচে নয় নম্বর জার্সি পরেই মাঠে নামবেন বলে শোনা যাচ্ছে। মেসিকে তাঁর চিরাচরিত ১০ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে।























