McCullum on WTC: সীমিত সাধ্য নিয়ে মহাশক্তিধর দেশকে হারিয়েছে, নিউজ়িল্যান্ডের জয়ে আপ্লুত ম্য়াকালাম
সীমিত সাধ্য নিয়ে নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দেওয়ায় আপ্লুত ব্রেন্ডন ম্যাকালাম।
সাউদাম্পটন: সীমিত সাধ্য নিয়ে নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দেওয়ায় আপ্লুত ব্রেন্ডন ম্যাকালাম। সেই সঙ্গে বারবার আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় ভাল খেলেও অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে না পারার যন্ত্রণাও কেন উইলিয়ামসনদের এই জয়ে লাঘব হবে বলে মনে করেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক।
ম্যাকালাম বলেছেন, 'প্রকৃতি ও শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে লড়াই করে সবচেয়ে বড় মঞ্চে জয় ছিনিয়ে নিয়ে আসাটা অসাধারণ। আমি নিশ্চিত আগামী কিছু দিন, কয়েক সপ্তাহ বা বেশ কয়েক বছর ধরে কেন ও তার ছেলেরা যা করেছে এবং যে উচ্চতা স্পর্শ করেছে তা ফিরে দেখলে গর্ব হবে। এমন একটা দেশ যাদের সাধ্য সীমিত, তারা মাঠে নেমে ক্রিকেটের মহাশক্তিধর দেশকে হারিয়ে দিচ্ছে দেখাটা ভীষণ আনন্দের।' উইলিয়ামসনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেছেন, 'কাইল জেমিসনের হাতে ছক ভেঙে নতুন বল তুলে দেওয়াটা ছিল মাস্টারস্ট্রোক। ওর উচ্চতা আর বলের রিলিজ় পয়েন্ট বিপাকে ফেলেছে ভারতীয় ব্যাটসম্যানদের।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গত দু'বছর ধরে অবিশ্বাস্য কেটেছে ভারতীয় দলের। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো থেকে শুরু করে ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফেরা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে হারানো, দক্ষিণ আফ্রিকাকে হারানো, বাংলাদেশের বিরুদ্ধে জয়, বিরাট কোহলি ও তাঁর দলের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক রঙিন পালক। তবে একমাত্র ধাক্কা ছিল নিউজ়িল্য়ান্ড সফরে। কিউয়িদের দেশে গিয়ে টেস্ট সিরিজ হেরে ফিরেছিলেন কোহলিরা।
সেই নিউজ়িল্যান্ডের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয়েছে ভারতীয় দলকে। এবার ফের কিউয়িদের মোকাবিলা করার সুযোগ পাচ্ছেন কোহলি-অজিঙ্ক রাহানেরা। এবং এবার নিজেদের দেশের মাটিতে। ২০২১-২০২৩ সাল পর্যন্ত পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সময়ে হবে পরের চ্যাম্পিয়নশিপের লড়াই। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজ়িল্য়ান্ড তাদের অভিযান শুরু করছে ভারতের বিরুদ্ধেই। আগামী নভেম্বরে ভারতে এসে ২ টেস্টের সিরিজ় খেলবেন কেন উইলিয়ামসনরা।