French Open 2021 Final: অবাছাই বারবোরার চমক, ৪০ বছর পুরনো কীর্তি ছুঁয়ে জিতলেন ফরাসি ওপেন
শনিবার ফাইনালে আনাস্তেসিয়া পাউলেচেঙ্কোভাকে হারিয়ে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন বারবোরা।
প্যারিস: ফরাসি ওপেনে নজির গড়লেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। শনিবার ফাইনালে আনাস্তেসিয়া পাউলেচেঙ্কোভাকে হারিয়ে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন বারবোরা। তিনি অবাছাই হিসাবে টুর্নামেন্ট শুরু করেছিলেন। ১৯৮১ সালে চেকোস্লোভাকিয়ার প্রতিনিধিত্ব করে ফরাসি ওপেন জিতেছিলেন হানা মান্দিকোভা। তাঁর ৪০ বছর পর চেক প্রজাতন্ত্রের বারবোরা জিতে নিলেন সুজান লেংলেন কাপ। শনিবার ফাইনালে বারবোরা জিতলেন ৬-১, ২-৬, ৬-৪ ব্যবধানে।
ফরাসি ওপেনই বারবোরা ক্রেচিকোভার জেতা প্রথম গ্র্য়ান্ড স্ল্যাম। মেয়েদের সিঙ্গলসে নতুন বিজয়ী হলেন তিনি। বিপক্ষে থাকা আনাস্তেসিয়া পাউলেচেঙ্কোভাকে ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে দিলেন তিনি। দুজনেই প্রথম বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। প্রথম সেটে ক্রেচিকোভার সামনে প্রায় দাঁড়াতেই পারেননি পাউলেচেঙ্কোভা। ৩০ মিনিটের মধ্যে প্রথম সেট জিতে নেন তিনি। এক সময় প্রথম সেটের ফল ছিল ২-১। সেখান থেকে ক্রেচিকোভা সেট জিতে নেন ৬-১ ব্যবধানে। ২৯ বছরের পাউলেচেঙ্কোভা প্রথম সেটে না পারলেও লড়াইয়ে ফেরেন দ্বিতীয় সেটে। ৬-২ ব্যবধানে সেই সেট জিতে নেন তিনি। লড়াই জমে ওঠে তৃতীয় সেটে। ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পান পাউলেচেঙ্কোভা। কোর্টেই ফিজিও ডেকে শুশ্রূষা নিতে হয় তাঁকে। ম্যাচের মধ্যে কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। সেই নিয়েই তৃতীয় সেটে লড়াই করেন পাউলেচেঙ্কোভা। শেষ সেটে ৬-৪ ব্যবধানে জেতেন ক্রেচিকোভা।
আকর্ষণীয় তথ্য হল, ডাবলসে এক সময় বিশ্বের এক নম্বর ছিলেন ক্রেচিকোভা। শনিবার তিনিই ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন প্রয়াত কোচ ইয়ানা নভোৎনাকে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে মাত্র ৪৯ বছর বয়সে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন প্রয়াত হন ২০১৭ সালের নভেম্বরে। চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রেচিকোভা বলেছেন, "আমার বিশ্বাসই হচ্ছে না যে, গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছি!"
আর একটি নজির গড়ার সুযোগ রয়েছে ক্রেচিকোভার সামনে। ডাবলসেও খেতাব জিততে পারেন তিনি। ২০০০ সালে মেরি পিয়ার্স শেষবার সিঙ্গলস ও ডাবলস, দুটিই জিতেছিলেন।