এক্সপ্লোর
East Bengal: ৬৭ দিন পর আইএসএল পয়েন্ট টেবিলে অবস্থান পাল্টাল ইস্টবেঙ্গলের, উঠে এল সাত নম্বরে
East Bengal vs Chennaiyin FC: হ্যামস্ট্রিং সমস্যার জন্য মাঠেই শুয়ে পড়েন ক্রেসপো এবং স্ট্রেচারে শুইয়ে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

পরপর ২ ম্যাচে জয় ইস্টবেঙ্গলের। - পিটিআই
1/10

গত ম্যাচে প্রথম জয় পেয়েছিল তারা। শনিবার ফের জয় পেল ইস্টবেঙ্গল এফসি। শনিবার সন্ধ্যায় চেন্নাইন এফসি-কে ২-০-য় হারিয়ে লিগ টেবলের সর্বশেষ স্থান থেকে দুই ধাপ উঠে এল লাল-হলুদ বাহিনী। ৬৭ দিন ধরে ১৩ নম্বরে থাকার পরে এ দিন ১১ নম্বরে উঠে এল তারা। নয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তারা এখন হায়দরাবাদ এফসি ও মহমেডান এসসি-র ওপরে।
2/10

এ দিন চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৫৪ মিনিটের মাথায় পিভি বিষ্ণু ও ৮৪ মিনিটের মাথায় জিকসন সিংয়ের গোলে চলতি লিগের দ্বিতীয় জয় পায় লাল-হলুদ বাহিনী। নতুন কোচ অস্কার ব্রুজোনের প্রশিক্ষণে আইএসএলে এত দিনে জয়ের সরণিতে হাঁটা শুরু করল তারা।
3/10

আইএসএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার পরপর দু’টি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। এ বছর এপ্রিলে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে পরপর জোড়া জয় পেয়েছিল কার্লস কুয়াদ্রাতের দল। এ দিন দ্বিতীয়বার এই ঘটনা ঘটাল অস্কারের দল। তবে গোল অক্ষত রেখে টানা দু’টি জয় এই প্রথম। এই নিয়ে টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রাখল তারা।
4/10

এ দিন দাপুটে জয় না পেলেও প্রতিপক্ষের গোলের সামনে অনেক বেশি তৎপর ছিল কলকাতার দলের ফুটবলাররা। সারা ম্যাচে তাদের তিনটি শট লক্ষ্যে ছিল, যার মধ্যে দু’টি থেকেই গোল হয়। মোট ১০টি গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের বক্সের মধ্যে ১৬ বার বল ছোঁয় তারা ও ফাইনাল থার্ডে ৫৩ বার প্রবেশ করে।
5/10

প্রথমার্ধে একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করার খেসারত এ দিন দিতে হয় চেন্নাইন এফসি-কে। প্রতিপক্ষের বক্সে তাদের চেয়ে বেশিবার (১৯) বল ধরা ও ফাইনাল থার্ডে ইস্টবেঙ্গলের চেয়ে বেশিবার (৬১) প্রবেশ করা সত্ত্বেও গোলের দরজা খুলতে পারেনি ওয়েন কোইলের দল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং জয়সূচক গোলগুলি তুলে নেয়।
6/10

দুই দলই এ দিন তাদের প্রথম এগারোয় তিনটি করে পরিবর্তন করে দল নামায়। গত ম্যাচে লাল কার্ড দেখা লালচুঙনুঙ্গার জায়গায় নামেন প্রভাত লাকরা। স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের জায়গায় হিজাজি মাহের এবং জিকসন সিংয়ের জায়গায় নাওরেম মহেশ সিংকে নামান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন। দিয়ামান্তাকসকে সামনে রেখে তাঁর পিছনে পাঁচজন মিডফিল্ডার রাখেন তিনি।
7/10

ম্যাচের ৩০ মিনিটের মাথায় লুকাস বামব্রিলার ফরোয়ার্ড থ্রু পেয়ে ফের প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলে শট নেন চিমা। কিন্তু এ বার তা দুর্দান্ত সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল। ৩৩ মিনিটের মাথায় ফারুখ চৌধুরির গোলের সামনে বাড়ানো ক্রসে ঠিকমতো পা লাগাতে পারলেন অবধারিত গোল পেতেন চিমা।
8/10

চেন্নাইয়িন পরপর এতগুলি গোলের সুযোগ পেলেও ইস্টবেঙ্গল প্রথমার্ধে সে ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে একটিও শট গোলে রাখতে পারেনি তারা। দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে তেমন ভাল গোলের পাস বা ক্রস বাড়াতে পারেননি কেউই। একবার দিয়ামান্তাকসই বক্সের মধ্যে কাট ব্যাক করেন মাদি তালালকে। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় তিনি খেই হারিয়ে ফেলেন। এ ছাড়া আর তেমন গোলের ভাল সুযোগ পায়নি তারা।
9/10

দ্বিতীয়ার্ধের খেলা পাঁচ মিনিট গড়ানোর আগেই অপ্রত্যাশিতভাবে দিয়ামান্তাকসকে তুলে ক্লেটন সিলভাকে নামান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন। মাঠ ছাড়ার সময় দিয়ামান্তাকসকে দেখে চোট আছে বলে মনে হয়নি। তবে তিনি মাঠে থাকা সত্ত্বেও প্রথমার্ধে ইস্টবেঙ্গল একটিও শট গোলে রাখতে পারেনি। তবে এই পরিবর্তনের মিনিট পাঁচেকের মধ্যেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। অবশ্য এই গোলের মুভে ক্লেটনের কোনও ভূমিকা ছিল না। ৫৪ মিনিটের মাথায় ডানদিকের উইং থেকে বক্সের মধ্যে লম্বা পাস ভাসিয়ে দেন মহেশ, যা অনুসরণ করে দ্রুত দৌড়ে ডানদিক দিয়ে বক্সে ঢুকে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো। অনেকটা এগিয়ে কোণাকুনি শটে গোলে বল রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু গোলকিপার মহম্মদ নাওয়াজের হাতে লেগে ছিটকে বেরিয়ে আসে বল গোলে ঠেলে দেন পিভি বিষ্ণু (১-০)। দুই ডিফেন্ডার তাঁকে আটকানোর চেষ্টা করেও পারেননি।
10/10

৮৪ মিনিটের মাথায়, যখন জিকসন সিংয়ের অসাধারণ দূরপাল্লার শট তীব্র গতিতে চেন্নাইনের গোলের জালে জড়িয়ে যায়। গোলকিপারের এখানে কিছুই করার ছিল না। বাঁ দিক দিয়ে ঢোকা নন্দকুমারের গোলমুখী শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বক্সের বাইরে বেরিয়ে আসে। সেই বল পেয়ে কিছুটা সময় নিয়ে সোজা গোলে শট নেন জিকসন (২-০)। এই গোলের পরেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায়। কারণ, চেন্নাইন এফসি এর পরেই কার্যত হাল ছেড়ে দেয়। ছ’মিনিট সংযুক্ত সময় পেয়েও কিছু করতে পারেনি তারা। ছবি - ইস্টবেঙ্গল
Published at : 07 Dec 2024 11:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
