(Source: ECI/ABP News/ABP Majha)
Novak Djokovic: ৬টি ডাবল ফল্ট করেও নাদালের দেশের তরুণকে স্ট্রেট সেটে হারালেন জকোভিচ
French Open 2023: কে জানত যে, পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে নাদালের দেশের এক তরুণই কালঘাম ছুটিয়ে দেবেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিকের।
প্যারিস: রোলঁ গ্যারোজে নোভাক জকোভিচকে (Novak Djokovic) সবচেয়ে বেশ বেগ দিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বেশিরভাগ ম্যাচ জিতেছেন ক্লে কোর্টের সম্রাট রাফাই। সেই নাদাল চোটের জন্য নেই। অনেকে মনে করেছিলেন, এবারের ফরাসি ওপেন কেকওয়াক হয়ে দাঁড়াবে জোকারের কাছে।
কে জানত যে, পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে নাদালের দেশের এক তরুণই কালঘাম ছুটিয়ে দেবেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিকের। স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা-কে স্ট্রেট সেটে হারিয়েছেন জকোভিচ। কিন্তু তার মধ্যে দুটি সেট গড়ায় টাইব্রেকারে। দুটি সেট চলে প্রায় দু ঘণ্টা। গোটা ম্যাচে ৬টি ডাবল ফল্ট করেন জোকার। সেকেন্ড সার্ভেও ৪০ পয়েন্টের মধ্যে মাত্র ১৬টি জেতেন জকোভিচ। ফোকিনা যেখানে ৩৪টি উইনার মারেন, জকোভিচ মারেন ২৭টি।
তবু দিনের শেষে শেষ হাসি জকোভিচের। অভিজ্ঞতাকে সম্বল করে অনভিজ্ঞ প্রতিপক্ষকে হারালেন জকোভিচ। বিশ্বের তিন নম্বর জকোভিচ জিতলেন ৭-৬ (৪), ৭-৬ (৫) ও ৬-২ সেটে।
ফরাসি ওপেনের প্রথম তিন রাউন্ডেই বেশ কষ্টার্জিতভাবে জিততে হল জকোভিচকে। তাঁর ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। শুক্রবার দ্বিতীয় সেটের পর চিকিৎসার জন্য একটা মেডিক্যাল টাইম আউটও নিতে হয় জকোভিচকে। ২০২১ সালের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন বিশ্বের ৩৪ নম্বর ফোকিনা। প্রথম দুই সেট যথেষ্ট লড়াই করেন। কিন্তু মরণকামড় দিতে পারেননি। প্রথম দুই সেট চলে ২ ঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু অভিজ্ঞতার জোরে শেষ হাসি হাসেন জোকারই।
View this post on Instagram
ম্যাচের পর জোকার বলেছেন, 'জানতাম কঠিন ম্যাচ হবে। শারীরিকভাবে কঠিন লড়াই করতে হবে। ও দারুণ লড়াই করেছে। দারুণ প্লেয়ার ও। ওর খেলায় খুব বেশি দুর্বলতা নেই। দারুণ খেলেছে।' জকোভিচ যোগ করেছেন, 'জয় তো জয়ই। একবার মনে হয়েছিল যে দ্বিতীয় সেটটা হেরে গেলে হয়তো ৫ ঘণ্টার ম্যাচ খেলতে হবে। তবে গ্র্যান্ড স্ল্যাম টেনিস তো এরকমই। অনেক পরিশ্রম করতে হয়। তবে নিজের দক্ষতায় আস্থা দেখাতেই হবে। আমি নিজের পারফরম্যান্স নিয়ে গর্বিত।'