French Open: ফ্রেঞ্চ ওপেনে স্ট্রেট সেটে জয় সিন্ধুর, চোট পেয়ে ম্যাচ ছাড়লেন সাইনা
French Open: অলিম্পিক্সে ভারতের হয়ে ২ বার পদক জিতেছেন সিন্ধু। ডেনমার্ক ওপেনেও অন্যতম ফেভারিট তিনি। এদিন ৩৫ মিনিটের লড়াই শেষে জয় পেলেন ভারতীয় শাটলার।
প্যারিস: ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারা বজায় রাখলেন পি ভি সিন্ধু। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেলেন এই হায়দরাবাদি শাটলার। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-১৮। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী জুলি জ্যাকবসেনের বিরুদ্ধে জয় পেলেন সিন্ধু। মোট ৩৫ মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসেন ভারতীয় শাট লার।
অলিম্পিক্সে ভারতের হয়ে ২ বার পদক জিতেছেন সিন্ধু। ডেনমার্ক ওপেনেও অন্যতম ফেভারিট তিনি। এদিনের ম্যাচে ড্যানিশ প্রতিযোগীকে দাঁড়়াতেই দেননি সিন্ধু। তবে প্রি কোয়ার্টার ফাইনালে থাইয়ের প্রতিদ্বন্দ্বী বুশাননের বিরুদ্ধে শেষ ষোলর লড়াইয়ে জিতে শেষ আটে পৌঁছেছিলেন সিন্ধু। খেলার ফল ছিল সিন্ধুর পক্ষে ২১-১৬, ১২-২১, ২১-১৫। মোট ৬৭ মিনিটের লড়াই শেষে ম্যাচে জয় পান হায়দরাবাদের এই শাটলার। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টানা ২ বার অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতেছেন। নিজে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন, এবার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চান। কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি তৈরি করছেন পিভি সিন্ধু। অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে হবে এই অ্যাকাডেমি। এই বিষয়ে সিন্ধু জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’
অন্যদিকে চোট পেয়ে ম্যাচ ছাড়লেন সাইনা নেহওয়াল। প্রথম রাউন্ডের ম্যাচেই চোট পেয়ে সরে দাঁড়াতে হয় লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শাটলারকে। যখন চোট পেয়ে ম্যাচ ছাড়লেন সাইনা তখন তিনি ১১-২১, ২-৯ ব্যবধানে পিছিয়ে ছিলেন।
এদিকে পুরুষদের বিভাগে স্ট্রেট সেটে জয় পেলেন ভারতের লক্ষ্য সেন। ৪৫ মিনিটের লড়াই শেষে লক্ষ্য জয় পান ২১-১০, ২১-১৬ ব্যবধানে। এছাড়াও জয় পেয়েছেন ভারতের পারুপল্লী কাশ্যম, সৌরভ ভার্মা। ডাবলসে সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টির জুটি জয় পেয়েছেন।