এক্সপ্লোর
Advertisement
দেখুন: বোলিং করতে এসেই উইকেট, এরপরই এবারের আইপিএলের সবচেয়ে খারাপ বল
মুম্বই: মর্নিং শোজ দ্য ডে- সবার ক্ষেত্রেই সত্য নাও হতে পারে। এর একটা দৃষ্টান্ত আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বোলার দীপক চাহার। গতকাল আইপিএলের কোয়ালিফায়ারে প্রথম বলেই প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার শিখর ধবনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন তিনি। কিন্তু যেভাবে বোলিং শুরু করেছিলেন, শেষপর্যন্ত সেই ছন্দ ধরে রাখতে পারলেন না তিনি। একটা বল তো হাত থেকে বেরিয়ে পিচ এড়িয়ে চলে গেল। উইকেটরক্ষক ধোনি সেই বলটি ধরলেন। আসলে ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই চেষ্টা একেবারেই ব্যর্থ হল।
টি ২০ ক্রিকেটে নতুন বলের ওপর নিয়ন্ত্রণের জন্য পরিচিত চাহার। ধবনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে ওয়াংখেড়েতে শুরুতেই উজ্জ্বল হয়ে উঠেছিলেন তিনি। তবে সেই বলটা আউট হওয়ার মতো ছিল না। শরীরের কাছে আসা বলটিকে ব্যাকফুটে পাঞ্চ করতে চেয়েছিলেন ধবন। এতেই আউট হয়ে যান তিনি।
এরপর অবশ্য চাহর সেভাবে ছাপ ফেলতে পারেননি। সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন অনসাইডে তাঁকে তিনটি বাউন্ডারি মারেন।
সবচেয়ে গলতি করে বসেন চাহর ইনিংসের ষষ্ঠ ওভারে। চাহরের সেটি তৃতীয় ওভার। আর ওই বলটিই সম্ভবত এবারের আইপিএলের সবচেয়ে খারাপ বল।
ব্যাক হ্যান্ড স্লোয়ার বল করার চেষ্টা করেন চাহর। কিন্তু বল হাত থেকে ফস্কে যায়। ব্যাটসম্যান সাকিব আল হাসানের মাথার ওপর অনেকটা দূর দিয়ে বল উড়ে যায়। একটা বাউন্সের পর উইকেটরক্ষক ধোনি তা ধরেন। সবচেয়ে আশ্চর্য, আম্পায়ার মারাইস এরাসমুস সেটিকে ডেল বল ঘোষণা করেন। আম্পায়ারের এই সিদ্ধান্ত ব্যাটসম্যান ও ধারাভাষ্যকারদেরও চমকে দেয়।
সানরাইজার্স যেখানে ওভারে ৭ রানের বেশি তুলতে পারেনি, সেখানে চাহরের বোলিং ফিগার ছিল ৩১ রানে ১ উইকেট।'My ball is my ball, none of your ball Shakib," Chahar pic.twitter.com/z0uA0vufYT
— Aritra Mukherjee (@aritram029) May 22, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement