এক্সপ্লোর
Advertisement
দেখুন: লং অফ থেকে লং অন; ময়াঙ্ক-মনোজের যুগলবন্দীতে দুরন্ত ক্যাচ
কলকাতা: ব্যাটিং শক্তিকে কাজে লাগিয়ে এবারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। আবার অনেক ম্যাচে বোলাররাও দাপট দেখিয়েছেন। গত রবিবারের ম্যাচে বাহবা আদায় করে নিল রবিচন্দ্রন অশ্বিনের দল। বোলিং-ফিল্ডিংয়ের দাপটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল পঞ্জাব।
ম্যাচে পঞ্জাবের ফিল্ডারদের নেওয়া ক্যাচগুলিই ফারাকটা গড়ে দিল। ফিল্ডিংয়ে তেমন একটা চৌকশ বলে পরিচিত নন ক্রিস গেইল। সেই তিনিই শর্ট থার্ডম্যানে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে ফেরত পাঠালেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানেকে।
এরপরই ময়াঙ্ক অগ্রবাল ও মনোজ তিওয়ারির যুগলবন্দীতে বাউন্ডারির ধারে দুরন্ত ক্যাচ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে ওই ক্যাচ। কেউ কেউ তো এবারের আইপিএলের সেরা ক্যাচও তকমা দিয়ে দিয়েছেন।
রাজস্থানের ইনিংসের ১৩ তম ওভারে ময়াঙ্ক ও মনোজ সম্ভবত আইপিএলে সবচেয়ে সেরা রিলে ক্যাচটি নিলেন। সেই ক্যাচ আবার বেন স্টোকসের। জায়গা তৈরি করে মুজিবের বল তুলে মারেন স্টোকস। বল তাঁর ব্যাটের কাণায় লেগে লং অফে চলে যায়। বল প্রায় সীমানার বাইরেই চলে যাচ্ছিল। কিন্তু লং অফে ময়াঙ্ক সঠিক সময়ে শূন্যে লাফ দিয়ে বলটি ধরে ফেলেন। কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, শরীরে ভারসাম্য রাখতে পারবেন না। নিজেই সীমানার বাইরে চলে যাবেন। সঙ্গে সঙ্গে বলটি তিনি দলের ফিল্ডার মনোজ তিওয়ারিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। মনোজ দাঁড়িয়ে ছিলেন লং অনে। ময়াঙ্কের থ্রোটা এতটাই নিখুঁত ছিল যে মনোজকে এক ইঞ্চিও সরতে হয়নি। একেবারে তাঁর হাতে গিয়ে বলটি পড়ে। আউট হয়ে যান স্টোকস।
এই অসাধারণ ক্যাচটির কৃতিত্ব মনোজ সম্পূর্ণভাবে দিয়েছেন ময়াঙ্ককে। তিনি বলেছেন, এটা আসলে ময়াঙ্কেরই ক্যাচ। আমি ওই ক্যাচের জন্য তৈরি ছিলাম। আমি নিয়ম মেনেই সহ খেলোয়াড়ের দিকে তাকিয়ে ছিলাম। এই ক্যাচটা নিতে পেরে আমরা ভাগ্যবান। এক কৃতিত্ব দলের ফিল্ডিং কোচেরও। অনুশীলনে এ ধরনের ক্যাচ তিনি আমাদের ধরতে দেন।Mayank and Manoj's catching partnership Is this probably the relay catch of the season? Definitely one of the best catches you will see in the VIVO IPL. https://t.co/7G5rTenpNX #KXIPvRR #IPL2018
— Deepak Raj Verma (@iconicdeepak) May 6, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement