এক্সপ্লোর
Advertisement
যুবরাজের দলে ফিরে আসার কাজটা কঠিন, বললেন গম্ভীর
মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে জায়গা হয়নি যুবরাজ সিংহর। বিসিবিআই-ক জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ যদিও বলেছেন, বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টকে। কিন্তু এই যুক্তি মানতে চাইছেন না একদা জাতীয় দলে যুবির সতীর্থ গৌতম গম্ভীর। তাঁর সাফ কথা, এরপর দলে ফিরে আসাটা যুবরাজের পক্ষে কঠিন হবে।
প্রসাদ বলেছেন, কারুর জন্যই দলের দরজা বন্ধ হয়নি। প্রত্যেকেরই ক্রিকেট খেলার অধিকার রয়েছে। এটা তাঁদের কাছে আবেগের বিষয়। এই আবেগের পিছনেই ছোটেন ক্রিকেটাররা। দল বাছার সময় নির্বাচকরা সম্ভাব্য সেরা দলই বেছে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু এই বক্তব্যের সঙ্গে সহমত নন গম্ভীর। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না যুবরাজের জন্য ‘বিশ্রাম’ শব্দটা ঠিক। কারণ ও অনেকদিন খেলার মধ্যে নেই। ও নিশ্চয় আরও বেশি খেলতে চাইবে। ওকে যদি ২০১৯-এর বিশ্বকাপে দেখতে চায় তা হলে অনেক বেশি খেলার সুযোগ দিতে হবে। যুবরাজের মতো একজনের কাছ থেকে সেই ছন্দ, সেই খেলা পেতে চাইবে। ওর মতো একজনকে একটা সিরিজ খেলিয়ে অন্য সিরিজে বিশ্রাম দেওয়ার কোনও মানে হয় না।’
গম্ভীর বলেছেন, তাই তাঁর মনে হচ্ছে, এবার যুবির পক্ষে কামব্যাকটা কঠিন। আশা করছি, ও সেটা পারবে। কারণ, ক্রিকেটের অন্যতম গ্রেট খেলোয়াড়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement