(Source: ECI/ABP News/ABP Majha)
Babar Azam: ব্ল্যাকমেল-হেনস্থা করার অভিযোগ, পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ
বৃহস্পতিবার লাহৌরের একটি আদালত ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-কে নির্দেশ দিয়েছে, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এফআইআর নথিবদ্ধ করে তদন্ত করার জন্য।
লাহৌর: ব্ল্যাকমেল ও হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল সে দেশের একটি আদালত।
বৃহস্পতিবার লাহৌরের একটি আদালত ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-কে নির্দেশ দিয়েছে, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এফআইআর নথিবদ্ধ করে তদন্ত করার জন্য। বাবরের পাশাপাশি অভিযোগ রয়েছে আরও দুজনের নামেও। তবে নতুন নয়, বাবরের বিরুদ্ধে এই অভিযোগ এক বছরের পুরনো। হামিজা মুক্তার নামের এক মহিলা গত বছর অভিযোগ করেছিলেন, তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্থা করেছেন পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর। পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের ঠিক আগে সাংবাদিক বৈঠক করে এ নিয়ে তোপ দেগেছিলেন হামিজা। সেই সময়ই আদালতের দ্বারস্থ হয়েছিলেন হামিজা। তদন্তের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের একটি আদালত।
যদিও সেই মামলা আর এগোয়নি। মামলা দায়েরই হয়নি। কারণ, লাহৌর হাইকোর্ট থেকে আজমের আইনজীবী স্থগিতাদেশ বার করে এনেছিলেন। তবে বৃহস্পতিবার ফের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে লোয়ার সেশন কোর্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাবর আজম পাকিস্তানকে নেতৃত্ব দেবেন। তার আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলবেন বলে হাই কোর্টের মামলাটি ২২ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। কারণ, খেলার জন্য কঠোর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বাবরকে।
তবে হামজা এরপর বাবরের বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগ আনেন। পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়ের করা অভিযোগে তিনি বলেন যে, সংবাদমাধ্যমের কাছে মুখ খোলার পর থেকেই তিনি হুমকি ফোন পাচ্ছেন। বেনামী ব্যক্তিরা তাঁকে হুমকি দিচ্ছেন বলে জানান হামজা। তারপরই এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নিম্ন আদালত।
বাবরের এই বিতর্কের দিনে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সফরের দলে থাকা এক ক্রিকেটারের দেহে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যদিও সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ মার্চ ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়ার কথা রয়েছে।