Hardik Pandya ODI Best: বুমরা নেই তো কী! বল হাতে কেরিয়ার সেরা পারফর্ম করলেন হার্দিক
Hardik Pandya Best Bowling: নিজের সাত ওভার অর্থাৎ ৪২টি বলের মধ্যে ৩৩ বলে কোনও রানই দেননি হার্দিক পাণ্ড্য। নিয়েছেন চার-চারটি উইকেট।
ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ড, ম্য়াঞ্চেস্টারে তৃতীয় ওয়ান ডেতে ইংল্যান্ডের (IND vs ENG 3rd ODI) বিরুদ্ধে নামার আগেই বড় ধাক্কা খায় ভারতীয় দল। সিরিজের ভারতের হয়ে সর্বাধিক, আট উইকেট নেওয়া যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পিঠের চোটের জেরে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। তার বদলে ভারতীয় বোলিং আক্রমণের দায়িত্ব কে সামলাবেন, সেটাই ছিল বড় প্রশ্ন।
টানা দ্বিতীয়বার রয়কে আউট করেন হার্দিক
সেই প্রশ্নের জবাব একেবারে দুর্দান্ত ভঙ্গিমায় দিলেন হার্দিক পাণ্ড্য (Hardk Pandya)। এই সিরিজে এর আগেও বল হাতে মন্দ পারফর্ম করেননি হার্দিক। এদিন ইংল্যান্ড ব্যাটারদের বিপাকে ফেলেন হার্দিক। শুরুতেই আগ্রাসী জেসন রয় এবং বেন স্টোকসকে আউট করেন হার্দিক। তার বিরুদ্ধে রান করতে গিয়েই হিমশিম খাচ্ছিল ইংল্যান্ড। পর পর দুই ওভার মেডেনও দেন তিনি। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনের পার্টনারশিপ ভাঙতে তাকে ফের একবার বল ডেকে নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
হার্দিক কিন্তু নিজের অধিনায়ককে হতাশ করেননি। একই ওভারে লিভিংস্টোন এবং বাটলার, উভয়কেই সাজঘরে ফেরত পাঠান তিনি। নিয়ে নেন ম্যাচে নিজের চার নম্বর উইকেট। যদিও পাঁচ উইকেটের সুযোগ থাকলেও, তাকে ইংল্যান্ডের টেল এন্ডারদের বিরুদ্ধে বোলিং কোটা সম্পূর্ণ করার সুযোগ দেননি রোহিত। তাও এদিন বল হাতে বুমরার অনুপস্থিতি বুঝতেই দিলেন না ভারতের তারকা অলরাউন্ডার। সাত ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৪ রান খরচ করেন তিনি। ২৪ রানের বিরুদ্ধে চার উইকেটই তার আন্তর্জাতিক ওয়ান ডেতে সেরা বোলিং পারফরম্যান্স।
৩৩টি ডট বল করেন হার্দিক
নিজের সাত ওভার অর্থাৎ ৪২টি বলের মধ্যে ৩৩ বলে কোনও রানই দেননি হার্দিক পাণ্ড্য, ইকোনমি ৩.৪২, মেডেন দিয়েছেন তিনটি ওভার। এক সময় ফিটনেসের অভাবে বোলিং করতে না পারার জন্যই মূলত ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন হার্দিক। আজকের পারফরম্যান্স কিন্তু প্রমাণ করে দেয় হার্দিক নিজের সেরা ফিটনেসে না পৌঁছলেও, অন্তত তার ধারেকাছেই রয়েছেন। আর ফিট হার্দিকের অর্থ কী, তা এই ম্যাচই কিন্তু প্রমাণ করে দিল। হার্দিকের বোলিং দাপটেই ইংল্যান্ড মাত্র ২৫৯ রানেই অল আউট হয়ে যায়।
আরও পড়ুন: তিনিই 'সেরা', বাটলারের অসামান্য ক্যাচ নিয়ে আবারও প্রমাণ করলেন জাডেজা