এক্সপ্লোর
Advertisement
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হার্দিক-ক্রুণালের বাবা
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগাদি যে খবর দিয়ে জানিয়েছেন, 'ব্যক্তিগত শোকের খবর পাওয়া মাত্র ক্রুণাল বায়ো বাবল ছেড়েছে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে হার্দিক ও ক্রুণালের এই বড় ক্ষতিতে সমবেদনা জানাতে চাই।'
বরোদা: প্রয়াত হলেন হিমাংশু পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটার হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর বাবা শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যে খবর পেয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে ব্যস্ত থাকা ক্রুণাল বায়ো বাবল ছেড়ে রওনা দিয়েছেন বাড়ির পথে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগাদি যে খবর দিয়ে জানিয়েছেন, 'ব্যক্তিগত শোকের খবর পাওয়া মাত্র ক্রুণাল বায়ো বাবল ছেড়েছে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে হার্দিক ও ক্রুণালের এই বড় ক্ষতিতে সমবেদনা জানাতে চাই।'
খারাপ খবর পেয়ে হার্দিক-ক্রুণালের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলিরা। শচীন তেন্ডুলকার বলেছেন, হার্দিক-ক্রুণালের বাবার মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। তোমাদের উদ্দেশ্যে ও গোটা পরিবারকে সমবেদনা জানাই। ঈশ্বর কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন।
ভারতীয় অধিনায়ক বিরাট লেখেন, হাার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণের খবরে শোকস্তব্ধ। বেশ কয়েকবার ওঁর সঙ্গে কথা হয়েছিল। খুব মিশুকে, হাসি-খুশি মানুষ ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। হার্দিক-ক্রুণালকে বলব, মনকে শক্ত রেখো।
পরিচিত মুখ বরাবরই প্রকাশ্যে তাঁদের অগ্রগতির পথে বাবার অবদানের কথা বলে থাকেন। সুরাটে ছোট গাড়ির দোকান বন্ধ করে দিয়ে ছেলেদের ক্রিকেটীয় শিক্ষার সুযোগ করে দিতে ভদোদরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন হিমাংশু পাণ্ড্য।
ভদোদরায় ভারতের প্রাক্তন কিপার-ব্যাটসম্যান কিরন মোরের অ্যাকাডেমিতে ভরতি করেছিলেন দুই ছেলেকে। যেখান থেকেই ক্রিকেটার হিসেবে উড়ান শুরু হার্দিক-ক্রুণালের। কিছুদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাতে দুই পাণ্ড্য ভাই বড় ভূমিকা নেওয়ার পর তাদের বাবা মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'হার্দিক ও ক্রুণাল আমার দুই ছেলেই ভগবানের উপহার। একেবারে ছোট বয়সে পরিবারের কথা না শুনে ওদের ক্রিকেট খেলার ইচ্ছেকে ইন্ধন দিতে পেরে গর্বিত। বরাবরই ওদের সাফল্য আনন্দে আমার চোখ ভিজিয়ে দেয়।'
কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ খেলে ফিরে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক। সঙ্গে ভারতের আগামী ইংল্যান্ড সফরের জন্যও তৈরি হচ্ছেন তিনি। তাই বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে না খেলার সিদ্ধান্তই জানিয়েছিলেন তিনি। যদিও দাদা ক্রুণাল দেশের সর্বোচ্চ ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় খেলছিলেন বরোদার অধিনায়ক হিসেবে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার মাঝেই অবশ্য বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন ক্রুণাল। সতীর্থদের সামনেই নেট অনুশীলন করার সময় ক্রুণাল তাঁকে মানসিকভাবে হেনস্থা, দুর্ব্যবহার করার অভিযোগ তুলেছিলেন দীপক হুডা। গোটা ঘটনায় ডিপ্রেশনে চলে যাওয়ায় সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলা থেকেও সরে দাঁড়ান দীপক। যে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement