World Cup 2023: ২০২৩ বিশ্বকাপের পরই ওয়ান ডে থেকে অবসর নিতে পারেন হার্দিক পাণ্ড্য!
Hardik Pandya: ৩১ বছরে স্টোকসের বিদায়ের পর. ২৯-এ যদি হার্দিকও ওয়ান ডে থেকে অবসর নেন, তাহলে সত্যিই ওয়ান ডের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়বে বই কমবে না।
নয়াদিল্লি: সদ্যই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের ওয়ান ডে থেকে অবসরের পরেই ৫০ ওভারের ফর্ম্যাট নিয়ে বিশ্ব ক্রিকেটে জল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর এক দাবি করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
পরের বছরই বিদায়
প্রাক্তন ভারতীয় কোচের মতে নাকি ২০২৩ বিশ্বকাপের (World Cup 2023) পর তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। শাস্ত্রী জানান, 'খেলোয়াড়রা কোন ফর্ম্যাটে খেলতে চায়, তা এখন থেকে নির্ধারণ করা শুরু করে দিয়েছে। হার্দিক পাণ্ড্যকেই উদাহরণস্বরূর ধরা যাক। ও টি-টোয়েন্টি খেলতে চায় এবং সেই বিষয়ে ওর ধারণা একেবারে সুস্পষ্ট। এখন ৫০ ওভারের ফর্ম্যাট খেলছে কারণ পরের বছরই ভারতে বিশ্বকাপের আসর বসতে চলেছে। তারপর হয়তো ও ওই ফর্ম্য়াট থেকে বিদায় নিতে পারে। সকল খেলোয়াড়দেরই তো নিজেদের পছন্দমতো ফর্ম্যাট বেছে নেওয়ার অধিকার রয়েছে।'
শাস্ত্রীর দাবি টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে কোনও সমস্যা নেই। তবে ওয়ান ডে ক্রিকেটকে বাঁচাতে হলে আইসিসির আরও বেশি করে বিশ্বকাপগুলির উপর জোর দিতে হবে। '৫০ ওভারের ফর্ম্যাট পিছনের সারিতে চলে গেলেও, এখনও নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে। তবে এর জন্য আইসিসিকে বিশ্বকাপের উপর বেশি করে নজর দিতে, তা টি-টোয়েন্টি হোক আর ৫০ ওভারই হোক না কেন। টাকার অঙ্কটা বাড়াতেই হবে। টেস্ট ক্রিকেট নিয়ে কোনও চিন্তা নেই এবং তার যা গুরুত্ব, তার জন্য সবসময় টেস্ট ক্রিকেট টিকে থাকবে।' বলেন প্রাক্তন ভারতীয় কোচ।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটই ভবিষ্যত
শাস্ত্রীর মতে বিশ্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব উত্তর-উত্তর আরও বাড়বে এবং সেটা মেনে নিতেই হবে। তবে বড় প্রশ্ন হল, হার্দিক কি সত্যিই আগামী বছর বিশ্বকাপ শেষে ওয়ান ডে থেকে অবসর নেবেন? তারকা অলরাউন্ডার ভারতীয় দলের ভারসাম্য যে সম্পূর্ণরূপে বদলে দেন, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে ৩১ বছরে স্টোকসের বিদায়ের পর. ২৯-এ যদি হার্দিকও ওয়ান ডে থেকে অবসর নেন, তাহলে সত্যিই ওয়ান ডের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়বে বই কমবে না।
আরও পড়ুন: টানটান লড়াই শেষে রুদ্ধশ্বাস জয়, আবেগ চাপতে পারলেন না দ্রাবিড়ও