Hardik Pandya: আইপিএলের আগে বড় খবর! চার মাস পর মাঠে নেমে ম্যাচ জেতালেন হার্দিক
IPL 2024: ১৯ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। চারমাস পর মাঠে ফিরলেন।
মুম্বই: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন। তারপর থেকে মাঠের বাইরে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তিনি খেলছেন না। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসাবে নতুন ইনিংস শুরু করবেন বঢোদরার অলরাউন্ডার। তার আগে অবশেষে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরলেন হার্দিক।
১৯ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। চারমাস পর মাঠে ফিরলেন। সোমবার মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে ম্যাচ খেললেন হার্দিক। বিপিসিএলের বিরুদ্ধে রিলায়েন্স ওয়ান দলকে নেতৃত্বও দেন হার্দিক। ম্যাচে ২ উইকেটে জিতেছে হার্দিকের দল। এই টুর্নামেন্টে খেলতে পারেন ঈশান কিষাণও। যাঁর ঘরোয়া ক্রিকেটে না খেলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আরবিআই দলে ঈশানের নাম রয়েছে। ১৬ দলের এই টুর্নামেন্টে খেললে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর প্রথমবার মাঠে দেখা যাবে ঈশানকে।
সোমবারের ম্যাচে হার্দিক ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেছেন। বেলা ১১টায় শুরু হয়েছিল ম্যাচ। ৩ ওভার মিডিয়াম পেস বোলিং করে ২২ রান খরচ করে দুটি উইকেটও নেন হার্দিক। যার থেকে বোঝা গিয়েছে, তিনি ফিট হয়ে উঠেছেন। আগামী আইপিএলে বল করতেও দেখা যাবে। সোমবার রিলায়েন্স ওয়ান দলের হয়ে বোলিং ওপেনও করেন হার্দিক। নতুন বলে জাতীয় দলের জার্সিতেও এক সময় বল করেছেন।
আইপিএলের পরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্ট হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। দীর্ঘদিন আইসিসি ট্রফি না পাওয়া ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, বলার অপেক্ষা রাখে না। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার হার্দিক। ব্যাটের পাশাপাশি বল হাতেও যিনি গড়ে দিতে পারেন ফারাক। হার্দিক পুরোদমে ব্যাটিং-বোলিং শুরু করা মানে ভারতীয় টিম ম্যানেজমেন্টও খুশিই হবে।
View this post on Instagram
সোমবারের ম্যাচে অবশ্য ব্যাটে দারুণ কিছু করার সুযোগ হয়নি হার্দিকের। তিনি দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ৪ বল খেলে তিন রান করে অপরাজিত ছিলেন। ১২৬ রানের লক্ষ্য মাত্র ১৫ ওভারে তারা করে দেয় হার্দিকের দল। সেই দলে ছিলেন তিলক বর্মা, নেহাল ওয়াধেরা ও পীযূষ চাওলার মতো মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরাও।
আরও পড়ুন: ভারতের জয় দেখে নীরবতা ভাঙলেন কোহলি, ছেলের জন্মের খবর দেওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে