এক্সপ্লোর
ধোনির জন্মদিনে চুল কেটে দিলেন হার্দিক পাণ্ড্য

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
কার্ডিফ: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের ফাঁকেই গতকাল ৩৮-তম জন্মদিন পালন করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। মেয়ে জিভা, স্ত্রী সাক্ষী, প্রাক্তন ও বর্তমান সতীর্থ এবং অগণিত ক্রিকেটপ্রেমী ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সেরা উপহার বোধহয় দিয়েছেন হার্দিক পাণ্ড্য। তিনি নিজে ধোনির চুল কেটে দিয়েছেন।
হার্দিক নিজে বেশ স্টাইলিশ। তাঁর বিভিন্ন ধরনের হেয়ারকাট দেখা যায়। কেরিয়ারের শুরুতে ধোনির লম্বা চুল থাকলেও, পরবর্তীকালে তিনি চুল ছোট করে ফেলেছেন। তবে হার্দিক ফের তাঁর চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ জয়ের জন্য ‘ক্যাপ্টেন কুল’-এর মাথা ঠান্ডা রাখা দরকার। সেই চেষ্টাই করলেন হার্দিক। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















