Women's Asia Cup 2022: ফিরলেন অধিনায়ক হরমনপ্রীত, সেমিতে তাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে ভারত
Harmanpreet Kaur: বিগত দুই ম্যাচে হালকা চোট থাকায় মাঠে নামতে পারেননি হরমনপ্রীত কৌর। তবে সেই দুই ম্যাচই জিতেছিল ভারতীয় দল। আজ আবার ,সেমিফাইনাল ম্যাচে একাদশে ফিরলেন দলের অধিনায়ক।
সিলেট: সিলেটের মাঠে মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup) প্রথম সেমিফাইনালে তাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল তাইল্যান্ড। ভারতীয় দলের জন্য সুখবর। বিগত দুই ম্যাচে হালকা চোট থাকায় মাঠে নামতে পারেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। আজ চোট সারিয়ে, সেমিফাইনাল ম্যাচে একাদশে ফিরলেন দলের অধিনায়ক হরমন।
ফিরলেন হরমনপ্রীত
পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হলেও, অধিনায়ক হরমনপ্রীতকে ছাড়াই নিজেদের গত দুই ম্যাচই জিতেছিল ভারতীয় দল। তাইল্যান্ডকে গত ম্যাচে তো স্পিনারদের দাপটে এশিয়া কাপের তৃতীয় ক্ষুদ্রতম ৩৭ রানেই অলআউট করে দিয়েছিল ভারতীয় দল। সেই আশঙ্কা থেকেই কি এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নয়, বরং বোলিং করার সিদ্ধান্ত নিলেন তাইল্যান্ডের অধিনায়ক নারুইমল?
🚨 Toss Update 🚨
— BCCI Women (@BCCIWomen) October 13, 2022
Thailand have elected to bowl against #TeamIndia in the #AsiaCup2022 Semi-Final. #INDvTHAI
Follow the match ▶️ https://t.co/pmSDoC4THi
📸 Courtesy: Asian Cricket Council pic.twitter.com/MjCyqt0Oox
তবে ভারতের বিরুদ্ধে দুরমুশ হতে হলেও, এই এশিয়া কাপেই সকলকে চমকে দিয়ে পাকিস্তানকে হারিয়ে ছিল তাইল্যান্ড। গতকাল বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার ফলেই নিজেদের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছয় তাইল্যান্ড। অপরদিকে, ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত হতাশাজনকভাবে পরাজিত হলেও, এই বারের এশিয়া কাপের গ্রুপ পর্বে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে। ভারতের হয়ে ব্যাট হাতে জেমাইমা রডরিগেজে দারুণ ফর্মে রয়েছেন। তিনিই এখনও পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছেন।
শেফালির ফর্মে ফেরা
অপরদিকে, গত দুই ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত না খেললেও, ভারতের জন্য ইতিবাচক যে ঘটনাটি ঘটেছে, তা হল ওপেনার শেফালি ভার্মার ফর্মে ফেরা। পরপর কম রানে আউট হওয়ায়, তাঁর দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শেফালি ব্যাটে রানে ফিরেছেন তো বটেই, বল হাতেও বেশ কয়েকটি উইকেট নিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছেন। ভারতের হয়ে দীপ্তি শর্মাও ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে ১০ উইকেট নিয়ে নিয়েছেন। ম্যাচে ভারতীয় একাদশে তিন বদল করা হয়েছে। হরমনপ্রীতের পাশাপাশি রাধা যাদব ও রেণুকা সিংহও একাদশে ফিরেছেন। মেঘানা, কিরণ নবগিরে ও মেঘনা সিংহ একাদশ থেকে বাদ পড়েছেন।
এই ম্য়াচের আগে সিলেটে কয়েক পশলার বৃষ্টির ফলে পিচ ঢাকা ছিল। তাই পিচে আর্দ্রতা থাকতে পারে। সেই আর্দ্রতাকেই কাজে লাগিয়ে সকালের ম্যাচে নতুন বলে মদত পাওয়ার আশায় তাইল্যান্ড। এবার দেখার ভারতীয় ওপেনাররা কী ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেন।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়, অজিদের ১৯ বছর আগের রেকর্ড স্পর্শ ভারতের