এক্সপ্লোর
Advertisement
বাউন্ডারি লাইনে শূন্যে লাফ দিয়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ হরমনপ্রীতের, ভিডিও ভাইরাল
দুরন্ত ক্যাচ ভারতের মহিলা টি ২০ ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের। বাউন্ডারি লাইনে শূন্যে ঝাঁপ দিয়ে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরলেন তিনি। তাঁর এই দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে এই ক্যাচ ধরেছেন তিনি।
নয়াদিল্লি: দুরন্ত ক্যাচ ভারতের মহিলা টি ২০ ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের। বাউন্ডারি লাইনে শূন্যে ঝাঁপ দিয়ে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরলেন তিনি। তাঁর এই দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে এই ক্যাচ ধরেছেন তিনি।
শুক্রবার অ্যান্টিগায় ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওই ম্যাচ হয়। ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক দারুণ ছন্দে ব্যাটিং করছিলেন। একতা বিস্তের ওভারে আগের বলেই লং অনের ওপর দিয়ে একটা ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। পরের বলও একইভাবে বাউন্ডারির বাইরে ফেলার চেষ্টা করেন তিনি। কিন্তু হরমনপ্রীতের অসাধারণ প্রচেষ্টায় স্টেফাইন টেলরকে প্যাভিলিয়নে ফিরতে হল।
একটা সময় মনে হচ্ছিল বল হরমনপ্রীতের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে চলে যাবে। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভারতের ক্রিকেটার। একেবারে সঠিক সময়ে লাফ দিয়ে একহাতে বলটি ধরে ফেলেন হরমনপ্রীত। এই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। দর্শকরা হরমনপ্রীতের প্রশংসায় উচ্ছ্বসিত। ভিডিওটি প্রচুর শেয়ার হয়েছে।
শেষপর্যন্ত রুদ্ধশ্বাস এই ম্যাচ ভারত মাত্র ১ রানে হেরে যায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে করে ২২৫ রান। টেলর করেন ৯৪ বলে ৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত একেবারে শেষ ওভারে ২২৪ রানে অল আউট হয়ে যায়।Here u go!! Penultimate ball SIX and then Harmanpreet Stunner in last ball of the innings !!#WIWvINDW pic.twitter.com/nMoZbDPx1N
— மெரின் குமார் (@merin_kumar) November 1, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement