এক্সপ্লোর
Advertisement
সাক্ষী মালিকের অভিযোগ ওড়ালেন হরিয়ানার মন্ত্রী
চণ্ডীগড়: রিও অলিম্পিকে সাফল্যের জন্য কুস্তিগীর সাক্ষী মালিককে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পালন করা হয়েছে বলে দাবি করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। তাঁর বক্তব্য, অর্থ অনেক আগেই দেওয়া হয়েছে। চাকরির প্রক্রিয়া চলছে। তিন-চার দিনের মধ্যেই নিয়োগপত্র পেয়ে যাবেন সাক্ষী।
গতকাল সাক্ষী ট্যুইট করে দাবি করেন, তাঁকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনও পূরণ করা হয়নি। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়ে অনিল বলেছেন, রিও থেকে দেশে ফেরার পরেই সাক্ষীর হাতে আড়াই কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছিল। চাকরির বিষয়ে এই কুস্তিগীরের দাবি ছিল, তাঁকে মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা দেরি হচ্ছে। প্রয়োজনীয় অনুমোদন মিলেছে। সাক্ষীকে ওই বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হবে।
মন্ত্রীর আরও দাবি, সাক্ষী তিন-চার জন কোচের নাম পাঠিয়েছেন। সেই কারণেই তাঁর কোচকে পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। নির্দিষ্ট একজন কোচের নাম পাঠাতে বলা হয়েছে। তাছাড়া সাক্ষী যেখানে অনুশীলন করেন, সেই জায়গাটি শীতাতপনিয়ন্ত্রিত করার জন্য ৮০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সাক্ষীর অভিযোগ ক্রীড়া-রাজনীতি ছাড়া আর কিছু নয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement