এক্সপ্লোর
Advertisement
মহম্মদ হাসনাইনের হ্যাটট্রিক সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হার পাকিস্তানের
১৬৬ রান তাড়া করতে নেমে ১০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লাহৌর: একদিনের সিরিজ সহজেই জিতলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান। বিফলে গেল পাকিস্তানের তরুণ পেসার মহম্মদ হাসনাইনের হ্যাটট্রিক। পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা।
গতকালের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে ১৬৫ রান করে। হাসনাইন দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন। ১৬-তম ওভারের শেষ বলে তিনি ভানুকা রাজাপক্ষেকে এলবিডব্লু করে দেন। এরপর ১৯-তম ওভারের প্রথম দু’টি বলে দাসুন শনাকা ও শেহান জয়সূর্যকে আউট করেন পাকিস্তানের এই তরুণ পেসার। তবে পাকিস্তানের অন্য বোলাররা খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি।
রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। সর্বোচ্চ ২৫ রান করেন ইফতিকার আহমেদ। সরফরাজ করেন ২৪ রান। শ্রীলঙ্কার হয়ে নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা তিনটি করে উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement