(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs BAN: ''বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটার কোহলি", মাঠের যুদ্ধের আগে শাকিবের 'বিরাট' বন্দনা
Shakib On Virat: টাইগারদের বিরুদ্ধে চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে বিরাট কোহলিকে দরাজ সার্টিফিকেট দিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান।
পুণে: বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশের(Bangladesh Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এখনও পর্যন্ত তিনটি ম্যাচে খেলে তিন ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Shakib Aal Hasan) দল। কাল টাইগারদের বিরুদ্ধে চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে বিরাট কোহলিকে (Virat Kohli) দরাজ সার্টিফিকেট দিলেন বাংলাদেশ (Bangladesh Cricket Team) অধিনায়ক শাকিব আল হাসান।
আগামীকাল ভারতের বিরুদ্ধে নামার আগে শাকিব মনে করিয়ে দিচ্ছেন তাঁর বোলারদের যে বিরাট কোহলির উইকেট কতটা গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক বলছেন, ''বিরাট একজন স্পেশাল ব্যাটার। সম্ভবত আধুনিক ক্রিকেটের বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটার। আমি খুব ভাগ্যবান যে ওকে পাঁচবার আউট করতে পেরেছি আমি। আশা করি আগামীতেও তা বজায় থাকবে।''
ম্য়াচের আগে শাকিবের প্রশংসাও শোনা গিয়েছে কোহলির মুখে। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ''বছরের পর বছর ধরে ওর বিরুদ্ধে খেলছি আমি। এক অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে ওর মধ্যে। একজন অভিজ্ঞ বোলার শাকিব। ও নতুন বলে দুর্দান্ত বোলিং করতে পারে। জানে ব্যাটারদের খেলতে সমস্যা হবে কোন বলে। ইকনমি রেটও খুব কম থাকে। এই ধরনের বোলারদের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে হবে, নইলে আমাদের ব্যাটারদের ওপর চাপ তৈরি হবে।'' শেষ তিনটি এক দিনের বিশ্বকাপে বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। তবে তার জন্য বাংলাদেশকে হাল্কা ভাবে নিতে রাজি নন বিরাট। তিনি বলেন, ''বিশ্বকাপে কোনও দল দুর্বল নয়। বড় দলের দিকে নজর থাকে এটা ঠিক, কিন্তু ছোট দলগুলো চমক দিতেই পারে।'' তবে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সাক্ষাতে হারতে হয়েছিল রোহিতের দলকে। সেই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশের বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। যা আগামীকাল ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের।
এদিকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা দুই দিন বিশ্রামের পর মঙ্গলবার আর কেউই প্রস্তুতিতে ঢিলে দিতে চাননি। তাই তিন ঘণ্টার ঐচ্ছিক অনুশীলনে সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন। পুণেতে আউটডোর অনুশীলনের কোনওরকম বন্দোবস্ত নেই। তাই সাইড পিচগুলিতে খোলা নেটেই অনুশীলন সারেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার ওপেন নেট সেশন দেখতে মাঠে বেশ কিছু সমর্থকও জড়ো হয়েছিলেন। তার পাশাপাশি মাঠে উপস্থিত স্বেচ্ছাসেবকরাও মনে দিয়ে ভারতীয় দলের তারকাদের অনুশীলন সারতে দেখেন।