ISL 2021-22: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আজকের ম্যাচ স্থগিত
ISL 2021-22: তবে পরিবর্তিত দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে। এই নিয়ে এটিকে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ স্থগিত রাখা হল। এর আগে গত শনিবারের ওডিশা এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচটিও স্থগিত রাখা হয়।
![ISL 2021-22: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আজকের ম্যাচ স্থগিত Hero Indian Super League Announces Postponement ATK Mohun Bagan vs Bengaluru FC Scheduled ISL 2021-22: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আজকের ম্যাচ স্থগিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/13/a91fd6a37c52665219252b084dd5dafc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফতোরদা: স্থগিত রাখা হল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচটি। ম্যাচটি হওয়ার কথা ছিল শনিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কয়েক দিন পরে এই ম্যাচটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তিত দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে। এই নিয়ে এটিকে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ স্থগিত রাখা হল। এর আগে গত শনিবারের ওডিশা এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচটিও স্থগিত রাখা হয়।
এটিকে মোহনবাগান শিবিরের একাধিক ফুটবলার কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় লিগের মেডিক্যাল টিমের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব মাঠে দল নামানোর অবস্থায় আছে কি না, ক্লাবের খেলোয়াড়রা কোভিড ১৯-এ কতটা গুরুতর ভাবে আক্রান্ত এবং দলের সদস্যরা সুরক্ষিত থেকে দলকে ম্যাচে নামার জন্য প্রস্তুত করতে পারছেন না কি না।
বিভিন্ন জৈব বলয়ে থাকা ব্যক্তিদের শারীরিক সুরক্ষাই আপাতত লিগ কর্তৃপক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং লিগ ও ক্লাব একসঙ্গে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সেই অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।
আইএসএলে কোভিড থাবা বসিয়েছে। আজ মুখোমুখি হওয়ার কথা এটিকে মোহনবাগান (atk mohun bagan) ও বেঙ্গালুরু এফসির। কিন্তু ২ শিবিরেই করোনা (covid 19)) আক্রান্ত হয়েছেন একজন করে সাপোর্ট স্টাফ। এই পরিস্থিতিতে ম্যাচ আদৌ করা যাবে কি না তা নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, গত ২ দিন কোনো দলই অনুশীলনে নামেনি। এমনকী পিছিয়ে দেওয়া হয়েছিল বেঙ্গালুরুর শুক্রবারের সাংবাদিক বৈঠকও। নিয়ম অনুযায়ী ২ দলেরই ১৫ জনের করোনা রিপোর্ট নেগেটিভ হতে হবে ম্যাচে নামার আগে।
এর আগে কোভিডের কারণে আই লিগ স্থগিত হয়ে গিয়েছিল। তা পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আইএসএল বায়ো বাবলের মধ্যে সুস্থভাবেই হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনা হানা দিলই আইএসএলে। এর আগে এটিকে মোহনবাগান দলের রয় কৃষ্ণ ও সন্দেশ ঝিঙ্ঘান করোনা আক্রান্ত হয়েছিলেন।
--- তথ্য সূত্র আইএসএল মিডিয়া
আরও পড়ুনঃ আজ যুব বিশ্বকাপে অভিযান শুরু ভারতের, প্রতিপক্ষ প্রোটিয়ারা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)