এক্সপ্লোর
Advertisement
দেখুন: হিট উইকেট? বাউন্ডারি, না ডেড বল? রিয়ান প্রয়াগের আউট দেখে হতবাক স্টিভ স্মিথও
গতকাল বৃহস্পতিবার আইপিএলের নাটকীয় ম্যাচে কিশোর রিয়ান প্রয়াগের অনবদ্য ৩১ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন উইকেটে জয়ী হয় রাজস্থান রয়্যালস। ইনিংসের শেষদিকে প্রয়াগের দায়িত্বশীল ব্যাটিং, সেইসঙ্গে জোফরা আর্চারের (১২ বলে ২৭ রান) দৃঢ়তায় প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় রাজস্থান। সেইসঙ্গে জয়ও ছিনিয়ে নেয়।
কলকাতা: গতকাল বৃহস্পতিবার আইপিএলের নাটকীয় ম্যাচে কিশোর রিয়ান প্রয়াগের অনবদ্য ৩১ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন উইকেটে জয়ী হয় রাজস্থান রয়্যালস। ইনিংসের শেষদিকে প্রয়াগের দায়িত্বশীল ব্যাটিং, সেইসঙ্গে জোফরা আর্চারের (১২ বলে ২৭ রান) দৃঢ়তায় প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় রাজস্থান। সেইসঙ্গে জয়ও ছিনিয়ে নেয়।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেবে অসমের ১৭ বছরের কিশোর সাহসিকতার সঙ্গে ইনিংসের হাল ধরেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছয়। একটা সময় ১৩ ওভারে রাজস্থানের রান ছিল ৫ উইকেটে ৯৮। সেই অবস্থা থেকে দলকে জয়ের পথে নিয়ে আসেন প্রয়াগ ও আর্চার।
তবে অল্পের জন্য আইপিএলে কনিষ্ঠতম হিসেবে হাফসেঞ্চুরি করার কৃতিত্ব হাতছাড়া হয় প্রয়াগের। আইপিএলে দশম ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট আউট হন তিনি। শট খেলার সময় তাঁর ব্যাট স্ট্যাম্পে লেগে যায়।
এর আগে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক তাঁর আইপিএল কেরিয়ারের সেরা অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন। প্রাথমিক ধাক্কা সামলে কার্তিকের ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৭৫ রান করে নাইট রাইডার্স।Four, Dead Ball or Hit Wicket? It’s all happening https://t.co/Usizba8I19 via @ipl
— Shivam Sharma (@Shivam_Sharma33) April 26, 2019
— Shivam Sharma (@Shivam_Sharma33) April 25, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement