Hockey Asian Champions Trophy: জাপানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জের লড়াইয়ে মনপ্রীতদের সামনে পাকিস্তান
Hockey Asian Champions Trophy: মনপ্রীতরা সেমিফাইনালে হেরে গেলেন জাপানের বিরুদ্ধে। ৫-৩ গোলে পরাজয় শিকার করে নিতে হল ভারতীয় হকি দলকে।
ঢাকা: এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের (Asian Champions Trophy) সেমি ফাইনালে স্বপ্নভঙ্গ হল ভারতীয় হকি দলের দলের (Indian Hockey Team)। মনপ্রীতরা সেমিফাইনালে হেরে গেলেন জাপানের বিরুদ্ধে। ৫-৩ গোলে পরাজয় শিকার করে নিতে হল ভারতীয় হকি দলকে। গ্রুপ পর্বে এই জাপানের বিরুদ্ধেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে হার মানতে হল তাদের।
ম্য়াচের প্রথম থেকেই জাপানের আক্রমণের সামনে তাল সামলে উঠতে পারছিল না ভারতীয় দল। শুরু থেকেই ভারতের ডি বক্সে আক্রমণ করতে থাকে। যার জন্য প্রথমার্ধেই ২ গোল হজম করতে হয় হরমনপ্রীতদের। ম্যাচের তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ১-৫ গোলে পিছিয়ে ছিল। শেষ কোয়ার্টারে ভারত দুটো গোল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৫-৩ গোলে হারতে হয় ভারতীয় হকি দলকে। গ্রুপ পর্বে ৬-০ গোলে জাপানের বিরদ্ধে জয়ের ফলে আত্মতুষ্টির কারণেই এই হার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্য সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান ৬-৫ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। ফলে ফাইনালে মুখোমুখি হবে জাপান ও দক্ষিণ কোরিয়া। ফলে এখন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভারতীয় দলের সামনে পাক দল। হকিতে ভারত-পাক মহারণ আবার আলাদা উত্তেজনা তৈরি করবে বলাই বাহুল্য। এর আগে পাকিস্তানকে গ্রুপ পর্বের খেলায় ৩-১ গোলে হারিয়েছিল ভারতীয় হকি দল। তবে জাপানের বিরুদ্ধে হেরে বেশ হতাশ মনপ্রীতরা।
এর আগে জাপানের বিরুদ্ধে ৬-০ গোলে একাধিপত্য বজায় রেখে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল। সেই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে নেমেছিলেন মনপ্রীতরা। জাপানের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতীয় দলের হয়ে জোড়া গোল করেন হরমনপ্রীত সিংহ। একটি করে গোল করেন দিলপ্রীত সিংহ, জারামনপ্রীত সিংহ, সুমিত ও শামসের সিংহ।
আরও পড়ুনঃ অশ্বিন, বুমরাকে সমীহ করে কী বলছেন প্রোটিয়া অধিনায়ক এলগার?