Argentina vs Croatia: বিশ্বকাপে শেষ চারের দ্বৈরথে মেসি বনাম মদ্রিচ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Qatar World Cup: বিশ্বকাপে শেষ চারের টিকিট আদায় করে নিয়েছে, তেমনই নেদারল্য়ান্ডসকে শেষ আটের লড়াইয়ে হারিয়ে সেমিতে উঠেছে আর্জেন্তিনা।
দোহা: কাতার বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে শেষ চারের টিকিট আদায় করে নিয়েছে, তেমনই নেদারল্য়ান্ডসকে শেষ আটের লড়াইয়ে হারিয়ে সেমিতে উঠেছে আর্জেন্তিনা।
খেলা কবে?
১৪ ডিসেম্বর, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে লুসেইল স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০-টায় শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি দেখা যাবে।
রোনাল্ডোকে একাদশে না রাখা নিয়ে আক্ষেপ নেই স্যান্তোসের
স্যুইৎজারল্যান্ড ম্যাচের পর মরক্কোর বিরুদ্ধে ম্যাচেও প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই কোচ ফার্নান্দো স্যান্টোসের (Fernando Santos) সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক যে কিছুটা খারাপ হয়েছে, তার একটা আঁচ পাওয়া গিয়েছিল। এরপরই শাকিরিদের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে না রেখে রামোসকে নামিয়েছিলেন। যিনি আবার বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নেমেই হ্যাটট্রিক করেছেন। তাঁকেই ফের একবার স্ট্রাইকিং লাইনে রেখে দল সাজান পর্তুগিজ কোচ। সুইস ম্যাচের একাদশই ধরে রাখেন তিনি।
ম্যাচের ৪২ মিনিটের মাথায় ইউসুফ এল-নাসিরি গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে দ্রুত রোনাল্ডোকে মাঠে নামান স্যান্তোস। সি আর সেভেন মাঠে নামার পর পর্তুগালের খেলায় গতি ফিরলেও মরক্কোর শক্তিশালী ডিফেন্স ভেদ করে গোল করাটা একপ্রকার অসাধ্য ছিল পর্তুগালের কাছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে এটাই ছিল শেষ বিশ্বকাপ। কিন্তু ট্রফি অধরাই থেকে গেল ২০০৬ সাল থেকে বিশ্বকাপের মঞ্চে কোনওবারই কোয়ার্টার ফাইনালে গোল করতে পারেননি রোনাল্ডো। এবারও পারলেন না। দেশের জার্সিতে ১৯৬ ম্যাচ খেলতে নেমে রেকর্ড তো গড়লেন, কিন্তু ম্যাচ শেষে চোখের জলেই বিদায় নিতে হল পর্তুগিজ সুপারস্টারকে।
তবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় বিন্দুমাত্র আক্ষেপ নেই স্যান্টোসের। ম্যাচ শেষে তিনি বলেন, 'ওকে একাদশ থেকে বাদ দেওয়ায় কোনও আক্ষেপ নেই। আমি তো হৃদয়কে প্রাধান্য দিয়ে দল বাছতে পারি না। স্যুইৎজারল্যান্ড ম্যাচে এই দলই খুব ভাল খেলেছিল এবং সেই দল বদল করার কোনও মানে হয় না। (রোনাল্ডোকে বাদ দিয়ে) পরিকল্পনা তৈরি করাটা খুবই কষ্টকর ছিল। তবে দিনের শেষে মনকে প্রাধান্য দিলে তো আর হবে না। তবে এর মানে এটা নয় যে রোনাল্ডোর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন রয়েছে। ওকে বাদ দেওয়ার সঙ্গে এর কোনও যোগ নেই।'