এক্সপ্লোর
Advertisement
কোহলির অধিনায়কত্বর ধরন পন্টিংয়ের মতো: মাইক হাসি
চেন্নাই: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে পান মাইক হাসি। প্রাক্তন এই অসি ব্যাটসম্যান বলেছেন, দুজনের অধিনায়কত্বের ধরনটা অনেকটা একই ধরনের। কোহলির আগ্রাসী অধিনায়কত্ব অনেকটাই পন্টিংয়ের মতো।
হাসি বলেছেন, কোহলি দুর্দান্ত। আমি ওর অধিনায়কত্ব পছন্দ করি। ওর আক্রমণাত্মক মানসিকতা, জেতার ইচ্ছে খুব ভালো লাগে। এই আগ্রাসী মানসিকতার মাধ্যমে কোহলি দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। অনুশীলন ও ম্যাচের সময় কোহলি টিমকে তাতিয়ে তোলেন। আমি কোহলির সঙ্গে পন্টিংয়ের মিল খুঁজে পাই। সেই জয়ের ইচ্ছা, সেই লড়াকু মনোভাব।
আগামী মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। সিরিজে দুই দলের লড়াই বেশ জমবে বলেও মন্তব্য করেছেন হাসি।
হাসি বলেছেন, একদিনের ক্রিকেট ভারত দারুন খেলে। দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে। বিগত কয়েক বছরে বেশ কয়েকটি সিরিজ দেশের মাটিতে জিতেছে ভারত।
হাসি বলেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে ভারত। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা অন্য ধরনের হবে।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন হাসি। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথেরও ভূয়সী প্রশংসা করেছেন। হাসি বলেছেন, স্মিথ গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। ধারাবাহিকভাবে রানও করছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement