এক্সপ্লোর
Advertisement
বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরিও করতে পারি, বলছেন আত্মবিশ্বাসী রাহানে
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে শতরান তো বটেই, এমনকী দ্বিশতরানও করতে পারেন বলে আত্মবিশ্বাসী ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, ‘গত বছর কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করার পর থেকে আর তিন অঙ্কের রান পাইনি। আমি নিশ্চিত, এই ম্যাচে সেটা করতে পারব। অ্যাডিলেড ও পারথ টেস্টে যেভাবে ব্যাটিং করেছি, সেখানে আমার প্রতি-আক্রমণের মানসিকতা ছিল। আমি যে ছন্দে ব্যাটিং করছি, তাতে ১০০ বা ২০০ রানও করতে পারি। তবে সে বিষয়ে বেশি না ভাবাই ভাল। আমি যেভাবে ব্যাটিং করছি, সেটা চালিয়ে যেতে হবে। আমি খেলার পরিস্থিতি ভাল বুঝতে পারি। আমি যদি এভাবে খেলে যেতে পারি, তাহলে দলের উপকার হবে। ব্যক্তিগত সাফল্য পরেও অর্জন করা যেতে পারে।’
রাহানে আরও বলেছেন, ‘পারথে আমাদের জয়ের সুযোগ ছিল। তবে সিরিজ এখন ১-১। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টে আমাদের সেরাটা দিতে হবে। ব্যাটসম্যান হিসেবে আমাদের বোলারদের সাহায্য করতে হবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমাদের বোলাররা নিয়মিতভাবে বিপক্ষকে দু’বার আউট করছে। আমরা ব্যাটসম্যানরাও যদি ভাল খেলতে পারি, তাহলে ফল অন্যরকম হবে। আমরা এখন ভাল খেলছি। প্রতিটি সেশনে ভাল খেলা জরুরি। কারণ, একটি সেশনেই খেলা বদলে যেতে পারে।’
এর আগে মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে হেরে যায় ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ায় জয়ের বিষয়ে আশাবাদী রাহানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement