পাকিস্তানিদের হৃদয় বড়, অমন কিছু হয় বলে মনে হয়নি কখনও! দানিশের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া ইনজামামের
ইনজামামকে উদ্ধৃত করে পাক সাংবাদিকটি আরও বলেছেন, দানিশ কানেরিয়ার এই দাবি মানতে প্রস্তুত নই যে, আমাদের মন এতটাই ছোট যে এমন আচরণ করব, কাউকে আমরা গ্রহণ করতে পারি না। পাকিস্তানিদের হৃদয় বড়, আমরা প্রত্যেককে বুকে টেনে নিতে পারি বলে মনে করি।
Inzamam-ul-Haq "The captain who Danish Kaneria played under the most was me and I never felt that there was any such thing in our team, that any player treats another player badly if he is a non-Muslim. I never noticed even a single example of any such thing in our team" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) December 27, 2019
ইনজামামকে উদ্ধৃত করে পাক সাংবাদিকটি আরও বলেছেন, দানিশ কানেরিয়ার এই দাবি মানতে প্রস্তুত নই যে, আমাদের মন এতটাই ছোট যে এমন আচরণ করব, কাউকে আমরা গ্রহণ করতে পারি না। পাকিস্তানিদের হৃদয় বড়, আমরা প্রত্যেককে বুকে টেনে নিতে পারি বলে মনে করি।
ধর্মীয় কারণে বিভেদ, বৈষম্যের অভিযোগ নাকচ করে ইনজামাম বলেছেন, শারজার মতো সফরে যখন যেতাম, দেখতাম, ভারতীয় আর পাকিস্তানি ক্রিকেটাররা একই হোটেলে এর ওর ঘরে গল্পগুজব করছে, আড্ডা মারছে, খাওয়া-দাওয়া করছে একসঙ্গে। দুতরফেই কখনও এমন কিছু দেখিনি যে, একসঙ্গে বসে খাওয়া যায় না।
Inzamam-ul-Haq "I am not ready to accept Danish Kaneria that we have such small hearts, that we would do a thing like this and that we didn't accept someone. I think Pakistanis have big hearts and we can accept everyone in our hearts" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) December 27, 2019
Inzamam-ul-Haq "When we went on tours like in Sharjah, Indian & Pakistani players would be in the same hotel & I'd often see players sitting in each other's rooms, joking around and eating together. So from both sides, I never saw any such thing of not eating together" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) December 27, 2019
এদিকে শনিবার ম্যাচ গড়াপেটার দায়ে দোষী সাব্যস্ত হয়ে আজীবন নিষেধাজ্ঞার সাজা পাওয়া দানিশ নতুন অভিযোগ তুলেছেন যে, খেলার মাঠ থেকে নির্বাসনের পর না পাক সরকার না পাক ক্রিকেট বোর্ড, কারও কোনও সাহায্য পাননি তিনি। ট্যুইট করেছেন যে, এটা ঘটনা যে, পাক সরকার বা বোর্ডের কোনও সাহায্য পাইনি নিষেধাজ্ঞা জারির পর। অথচ একই পরিস্থিতিতে পড়েও অন্য ক্রিকেটাররা পাকিস্তানের হয়ে খেলেছে পাকিস্তান বোর্ডের সাহায্যে, সম্মানও পেয়েছে। এ থেকে কোনও উপসংহার টানলে শোয়েইব আখতারের দাবিই সত্যি প্রমাণিত হবে।
যে গুটিকয়েক প্লেয়ার তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন বলে তাঁর দাবি, তাঁদের নিয়ে প্রশ্ন করা হলে দানিশ জানান, তিনি নিজের ইউটিউব চ্যানেলে তাঁদের নাম প্রকাশ করবেন।