এক্সপ্লোর
আইপিএলে ফের ডাকা হোক পাক ক্রিকেটারদের, বিসিসিআই-কে বলবেন জাহির আব্বাস

করাচি: উদ্বোধনী মরশুমের পর আইপিএলে আর দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের। এই টুর্নামেন্টে ফের পাক ক্রিকেটারদের নেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে বিসিসিআই কর্তাদের বলবেন আইসিসি প্রেসিডেন্ট জাহির আব্বাস। আগামী রবিবার বেঙ্গালুরুতে আইপিএলের ফাইনাল খেলা দেখতে আসছেন আব্বাস। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণে আসছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। লাহৌরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার আব্বাস বলেছেন, পাক খেলোয়াড়রা যোগদান করলে আইপিএলের গুরুত্ব ও মর্যাদা আরও বাড়বে। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ফের চালুর পক্ষেও জোরাল সওয়াল করেছেন আব্বাস। তিনি বলেছেন, আমি আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ গ্রহণ করেছি। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ফের চালু করার গুরুত্ব তুলে ধরার এটা একটা ভালো সুযোগ। যদি বিষয়টি নির্ভর করছে দুই দেশের সরকারের অনুমোদনের ওপর। আইপিএলের প্রারম্ভিক মরশুমে পাক ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল।কিন্তু ২০০৮-এ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর বিসিসিআই আইপিএলে পাক ক্রিকেটারদের অংশগ্রহণ বাতিল করে দেয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















