ICC: মার্চ মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ শাকিব আল হাসান
Player Of The Month: ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন শাকিব। সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে ছিলেন শাকিব।
দুবাই: আইসিসির মার্চ মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও দলের অধিনায়ক শাকিব গত মাসে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্য়াট ও বল হাতে। নিউজিল্য়ান্ডের কেন উইলিয়ামসন ও যুক্তরাষ্ট্রের আসিফ খান শাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত কয়েক মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার অন্যতম কারিগর অভিজ্ঞ অলরাউন্ডার।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন শাকিব। সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে ছিলেন শাকিব। গত মাসে ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১২টি ম্যাচ থেকে শাকিবের ব্যাট থেকে এসেছিল ৩৫৩টি রান। বল হাতেও তাঁর পারফর্ম করেছেন। ১৫ উইকেট গত মাসে ঝুলিতে পুরেছেন তিনি। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে শাকিবের ব্যাট থেকে এসেছিল ৭৫ রান। বল হাতে সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন একাই। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্য়াচেই জয় ছিনিয়ে নেয় শাকিবের দল। সর্বোপরি বাংলাদেশ জাতীয় দলের সাফল্যের সঙ্গে শাকিবের পারফরম্যান্স গ্রাফও ছিল উচ্চমানের।
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলের জন্য দলে নিয়েছিল শাকিব আল হাসানকে। কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য নিজে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব। তবে আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস কেকেআরের হয়ে খেলতে কলকাতায় চলে এসেছেন।
লিটনের জন্য সুখবর
তিনি চলে এসেছেন শহরে। তিনি অনুশীলনেও নেমে পড়েছিলেন গতকালই। কেকেআর শিবিরে যোগ দিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাস। আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা লিটনের। তার আগেই কেকেআর শিবিরের স্বস্তি বাড়িয়ে জানিয়ে দেওয়া হল যে আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে পারবেন লিটন।
বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা।'' আগামী ৪ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ পর্যন্ত কেকেআর শিবিরের সঙ্গে থাকতে পারবেন বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্য়াটার।
৯ মে থেকে ১৪ মে পর্যন্ত তিনটি ম্যাচে কলকাতা শিবির পাবে না লিটনকে। ২০ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে নাইট শিবির। সেটিই তাঁদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। এই ম্যাচে হয়ত লিটনকে পেয়ে যাবে নাইটরা।