এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে আইসিসি সাসপেন্ড করল ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ স্টুয়ার্ট ল-কে
নয়াদিল্লি: ভারত সফরে এসে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ দলের। দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। এবার আইসিসি-র সাসপেনশনের মুখে পড়তে হল ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল-কে। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে তাঁকে সাসপেন্ড করল আইসিসি। এক ম্যাচ আধিকারিকের বিরুদ্ধে অভব্য মন্তব্যের জন্য আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
আইসিসি আচরণ বিধির ২.৭ ধারায় ২ লেভেল ভঙ্গের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে স্টুয়ার্ট ল-কে। সেই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও গিয়েছে তাঁর খাতায়।
আইসিসি-র বিবৃতি অনুযায়ী, ওপেনার কিয়েরান পাওয়েল আউট হওয়ার পর স্টুয়ার্ট ল টিভি আম্পায়ারের রুমে গিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন। হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওই ঘটনা ঘটে।
আইসিসি-র বিবৃতি অনুযায়ী, এরপর ফোর্থ আম্পায়ারের এরিয়ায় যান স্টুয়ার্ট ল এবং খেলোয়াড়দের উপস্থিতিতে তিনি আপত্তিকর মন্তব্য করেন।
এর আগে ২০১৭-তে পাকিস্তানের বিরুদ্ধে ডোমিনিকায় টেস্ট চলাকালে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল তাঁকে। কাটা গিয়েছিল ম্যাচ ফি-র ২৫ শতাংশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement