(Source: ECI/ABP News/ABP Majha)
Shami On Akhtar: 'একেই বলে কর্মফল', পাকিস্তান হারতেই শোয়েবকে খোঁচা শামির
T20 World Cup 2022: অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এদিন ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তানকে। দ্বিতীয়বার এই ফর্ম্যাটের বিশ্বকাপে খেতাব জিতল ইংল্য়ান্ড।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে বাটলারের দল। আর ম্যাচে পাকিস্তানের হারের সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা বাড়তি আকার নিয়েছে। এবার সোশাল মিডিয়ায় প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারকে খোঁচা দিলেন মহম্মদ শামি।
ট্যুইটারে আখতারকে খোঁচা শামির
ফাইনালে হারের পর শোয়েব ট্যুইটারে হৃদয় ভেঙে যাওয়ার একটি ইমোজি পোস্ট করেছেন। সেই ইমোজি রি-ট্যুইট করে শামি লিখেছেন, ''দুঃখিত বন্ধু। এটাকেই বলে কর্মফল।'' এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১০ উইকেটে হারের পর ভারতের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শোয়েব। শামিকে কেন স্কোয়াডের অন্তর্ভূক্ত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শোয়েব। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন পাক পেসার। এবার পাল্টা শোয়েবকে খোঁচা দিলেন শামিও।
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
স্টোকসের মরিয়া লড়াই, ইংল্যান্ডের জয়
অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু পাকিস্তানের ঘাতক বোলিং লাইন আপের জন্য কিছুটা চিন্তা ছিলই। শুরুতেই অ্যালেক্স হেলসকে বোল্ড করে ইংল্যান্ড শিবিরে চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদিও। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে ইংল্যান্ডের স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা রাখেন বাটলার। প্রথমে সল্ট ও পরে স্টোকসকে নিয়ে এগিয়ে নিয়ে যান রানের গতি। বাটলার নিজে ২৬ রানে ফিরে যান। ১৭ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। এরপর সল্টের সঙ্গে জুটি বাঁধেন স্টোকস। সল্ট ফিরে গেলে প্রথমে ব্রুক ও পরে মঈন আলি সঙ্গ দেন স্টোকসের। তবে মাঝের ওভার গুলোয় খেলা জমিয়ে দিয়েছিলেন নাসিম শাহ ও হ্যারিস রউফরা। চোটের জন্য শাহিন আফ্রিদি তাঁর কোটার পুরো ওভার করতে পারেননি। যার খেসারত দিতে হল পাকিস্তান দলকেও। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন স্টোকস। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। ম্যাচের ও টুর্নামেন্টের সেরা হয়েছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারান। এদিন বল হাতে মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি।