IND vs AUS Warm-up Match: ব্য়র্থ ফিঞ্চের লড়াই, দুরন্ত শামি ওয়ার্ম আপ ম্যাচে জেতালেন ভারতকে
Mohammed Shami: সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত।
ব্রিসবেন: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোট পেয়ে ছিটকে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর খেলাই হতো না। সেই মহম্মদ শামি (Moahmmed Shami) অস্ট্রেলিয়ায় আগুন ঝরাতে শুরু করলেন।
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানে শেষ হয়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শামি মাত্র এক ওভার বল করেন। ৬ বলেই তিনি তুলে নেন তিন উইকেট। তাঁর শিকার জশ ইংলিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। সেই ওভারে একটি রান আউটও হয়। সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওঠে মাত্র ৪ রান।
সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়ার প্লে'তে বিনা উইকেটে ৬৯ রান তোলে ভারত। কিন্তু সেই বিধ্বংসী শুরুর ফায়দা তুলতে পারেনি ভারতের লোয়ার-মিডল অর্ডার। ২০ ওভারে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচের পরে রোহিত শর্মা বলেন, ‘আমরা ভালো ব্যাট করেছি। কিন্তু শেষের দিকে আমরাও ১০-১৫ রান যোগ করতে পারতাম। আমরা সবসময় চাই যে, ক্রিজে জমে যাওয়া কোনও ব্যাটার শেষ পর্যন্ত থাকুক। যা কিছুটা করেছে সূর্য (সূর্যকুমার যাদব)।’
ভারতের হয়ে ব্যাট হাতে সফল কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। দুজনই হাফসেঞ্চুরি করেন।
View this post on Instagram
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হয়েছিল। কিন্তু শেষ পাঁচ ওভারে ৩৬ রানে আট উইকেট খুইয়ে ফেলেন অজিরা। বিশেষত ১৮তম ওভারের শেষেও চালকের আসনে ছিলেন অ্যারন ফিঞ্চরা। ১২ বলে ১৬ রান দরকার ছিল। হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু সেখান থেকে ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত