ICC T20 World Cup Anthem: প্রকাশিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং, বিরাট, ম্যাক্সওয়েলদের ভিডিও ভাইরাল
ICC T20 World Cup Anthem: টি-টোয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তা এমনিতেই বিশ্বব্যাপী। তার মধ্যে তরুণ প্রজন্মকে আরও ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে খেলার ছবি অ্যানিমেটেড আকারে দেখানো হয়েছে।
দুবাই: আর কিছুদিন পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই প্রকাশ পেল টুর্নামেন্টের থিম সং। বৃহস্পতিবার 'লিভ দ্য গেম' নামে টুর্নামেন্টের থিম সং ইউটিউবে প্রকাশ করা হয়। গানের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড আকারে প্রকাশ পেয়েছে আইসিসির অফিসিয়াল ওয়েব সাইটে। ভিডিওতে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তা এমনিতেই বিশ্বব্যাপী। তার মধ্যে তরুণ প্রজন্মকে আরও ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে তারকা ক্রিকেটারদের সঙ্গে তরুণদের খেলার ছবি অ্যানিমেটেড আকারে দেখানো হয়েছে। একেবারে নতুন ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করেছে যার 2D এবং 3D দুরকমের এফেক্ট রয়েছে। ডিজাইনার, মডেলার, ম্যাট পেইন্টার, অ্যানিমেটর, লাইটার, কম্পোজিটার সহ এটি তৈরি করতে মোট ৪০ জনের ভূমিকা রয়েছে।
🎵 Let the world know,
— ICC (@ICC) September 23, 2021
This is your show 🎵
Come #LiveTheGame and groove to the #T20WorldCup anthem 💃🕺 pic.twitter.com/KKQTkxd3qw