এক্সপ্লোর
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাটই, কেরিয়ারের সেরা অবস্থান তিন নম্বরে উঠে এলেন মার্নাস লাবুশানে
ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে বিরাট ছাড়াও আছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে।

দুবাই: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৯২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের (৯১১ পয়েন্ট) চেয়ে এগিয়ে। তবে উল্লেখযোগ্যভাবে উন্নতি করে কেরিয়ারের সেরা অবস্থান তিন নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাঁর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সিডনিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৯ করেন এই ব্যাটসম্যান। তিনি এই সিরিজে ৬টি ইনিংসে ৫৪৯ রান করেন। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে বিরাট ছাড়াও আছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। তবে তাঁদের দু’জনেরই অবস্থানের অবনতি হয়েছে। পূজারা একধাপ নেমে এখন ৬ নম্বরে এবং রাহানে দু’ধাপ নেমে ৯ নম্বরে। পাঁচধাপ উঠে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে ঢুকে পড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বোলারদের তালিকায় প্রথম দশে আছেন ভারতের জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামি। তাঁরা যথাক্রমে ৬, ৯ ও ১০ নম্বরে আছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















