IND vs NZ: এই মাঠেই আজ শেষ চারের লড়াই রোহিতদের, ফিরে দেখা ওয়াংখেড়েতে ভারতের ওয়ান ডে রেকর্ডবুক
ICC World Cup 2023: এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দল মোট ২১টি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছে। মোট ১২বার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৯টি ম্যাচ তাদের হারতে হয়েছে।
মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনালে আগামীকাল নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে খেলতে নামছে ভারত (Indian Cricket Team)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এই দ্বৈরথে মুখোমুখি হবে ২ দল। ২০১৯ সালে চার বছর আগের বিশ্বকাপেও এই দুই দলই আমনে সামনে হয়েছিল শেষ চারের লড়াইয়ে। তবে সেটা ছিল ইংল্যান্ডের মাঠ। আর এটি রোহিত শর্মার (Rohit Sharma) ঘরের মাঠ। ভারত নিজেদের দেশে বিশ্বকাপ খেলছে এবার। দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা শিবির। এই ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার ওয়ান ডে রেকর্ড কেমন?
এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দল মোট ২১টি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছে। মোট ১২বার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৯টি ম্যাচ তাদের হারতে হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপেই এই মাঠে ৩৫৭/৮ বোর্ডে তুলে নিয়েছিল ভারত। যা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার এই মাঠে করা সর্বোচ্চ স্কোর এক ম্যাচে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৮৯ সালের ৩০ অক্টোবর ৪৮.৫ ওভারে ১৬৫ রানের ইনিংস খেলেছিল টিম ইন্ডিয়া।
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচে ১২১ রান করেছিলেন বিরাট কোহলি। যে কোনও ভারতীয় ব্যাটারের করা এই মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ওয়ান ডে ফর্ম্য়াটে। তবে সর্বাধিক রানের মালিক অবশ্য ঘরের ছেলে সচিন তেন্ডুলকরই। মাস্টার ব্লাস্টার ১১ ম্যাচ খেলে মোট ৪৫৫ রান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের ম্যাচে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন বিরাট ও গিল। এটিই সর্বাধিক পার্টনারশিপ ভারতের।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক এই মাঠে ভেঙ্কটেশ প্রসাদ। মোট ৬ ম্যাচ খেলে ৭ উইকেট ঝুলিতে পুরেছেন ভেঙ্কটেশ। তবে মহম্মদ শামি, মুরলি কার্তি ও হরভজন সিংহ প্রত্যেকেই একবার করে এই মাঠে পাঁচ উইকেট শিকার করেছেন এই ইনিংসে।
এদিকে, বাণিজ্য নগরীতে যে হাই প্রোফাইল ম্যাচের আগে টিকিট কালোবাজারি (Black Marketing of Ticket) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশ সূত্রে খবর, এক লাখের বেশি টাকায় বিকিয়েছে একটি টিকিট ! পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া রাহুল গুরুবক্ষানি নামের যুবকের থেকে বিশ্বকাপ সেমিফাইনালের ২ টি টিকিট উদ্ধার হয়েছে। যে টিকিটগুলি প্রত্যেকটি ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করার তাল খুঁজছিলেন অভিযুক্ত।
পুলিশের তরফে রাহুল ও আর একজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য এক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার প্রবীন মুন্ডে ক্রিকেটভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোটা ঘটনা প্রসঙ্গে। প্রসঙ্গত, চলতি ক্রিকেট বিশ্বকাপে টিকিট কালোবাজারির ছায়া এই প্রথম নয়। ইডেন গার্ডেন্সের ক্রিকেট বিশ্বযুদ্ধের ম্যাচেও দেখা গিয়েছিল কালোবাজারি ছায়া। একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ।