IND Vs AUS Live: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয় ভারতের, নো বলে ছয় মেরে টি-২০ সিরিজে প্রথম ম্যাচ ভারতের পকেটে
India Vs Australia 1st T20 Live Updates: দুধের স্বাদ কি ঘোলে মিটবে ? বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে হারের দগদগে ক্ষতে কি প্রলেপ দিতে পারবেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহরা ?

Background
দুধের স্বাদ কি ঘোলে মিটবে ? বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে হারের দগদগে ক্ষতে কি প্রলেপ দিতে পারবেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহরা ? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একবার লড়াই ভারতের। ক্রিকেট বিশ্বযুদ্ধের রেশ ফিকে হওয়ার আগেই এবার লড়াই বিশের ক্রিকেটে। তুলনামূলক কম শক্তিশালী অজি ব্রিগেডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতেরও তেমনই দল নামছে। পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ। কিন্তু যেহেতু ভারতের সামনে অস্ট্রেলিয়া। তাই সদ্যসমাপ্ত বিশ্বকাপের ফাইনালের বদলার মঞ্চ হিসেবেই অনেক ক্রিকেটপ্রেমী দেখছেন এই ম্যাচগুলিকে।
বিশ্বকাপের ধাক্কা এখনও না কাটা ক্রিকেটপ্রেমীরা কতটা এই ম্যাচে আগ্রহ দেখান, সেদিকেও থাকবে নজর। ক্রিকেটভক্তদের অনেকেই অবশ্য বদলার মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার দিকে নজর রাখবেন। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে রয়েছেন রিঙ্কু সিংহ, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, ইশান কিষাণের মতো ক্রিকেটাররা। দলে থাকা বেশিরভাগ ক্রিকেটাররাই কিছুদিন আগে এশিয়ান গেমসের মঞ্চ থেকে দেশকে সোনা জিতিয়ে ফিরেছেন। সেই স্কোয়াডের মতোই এবারও দলের কোচিং দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সিরিজ় শুরুর আগে প্রথমবার অধিনায়কের দায়িত্ব সামলানো সূর্যর স্পষ্ট বার্তা নিজের নয়, দলের স্বার্থে খেলো।
ভারত-অস্ট্রেলিয়ার টি ২০ ম্যাচ কখন-কোথায় দেখবেন ? ভাইজ্যাগের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (ACA-VDCA Cricket Stadium) বৃহস্পতিবার সন্ধেয় প্রথম টি ২০ ম্যাচটি। যে খেলাতে একদিকে যেমন নজর থাকবে বদলার দিকে, তেমনই ভারতীয় দলের সাপ্লাই লাইন কতটা শক্তিশালী, সেই পরীক্ষারও সুযোগ থাকছে। সন্ধে সাড়ে ৬ টায় হবে টস। আর খেলা শুরু হবে সন্ধে ৭ টা থেকে।
IND VS AUS LIVE SCORE : শেষ বলে রিঙ্কুর ব্যাটিং ঝড়ে ম্যাচ জয় ভারতের
বিশ্বকাপের ক্ষত যেন মিটল। অজিদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বড় জয় ভারতের। শেষ বলে ছয় হাঁকিয়ে ম্যাচ জেতালেও পরে তা নো বল হয়। যদিও ১ বলে ১ রান বাকি ছিল। ততক্ষণে অবশ্য ম্যাচ জিতে নিয়েছে ভারত।
IND VS AUS: আউট সূর্য
৮০ রানের অর্ধশতরানের ইনিংস খেলে ক্যাচ আউট হয়ে ফিরলেন সূর্য।






















