এক্সপ্লোর
Advertisement
কাল সিরিজ নির্ণায়ক ম্যাচ, চোট সারিয়ে ফিট হচ্ছেন রোহিত-ধবন, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় চিন্নাস্বামী
কালকের ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম।
বেঙ্গালুরু: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। কাল বেঙ্গালুরুতে তৃতীয় তথা শেষ ম্যাচ। দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স ধরে রেখে সিরিজ জেতাই লক্ষ্য বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়াও হাল ছাড়তে নারাজ। ফলে চিন্নাস্বামীতে জোর টক্করের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
কালকের ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। যদিও চোটের জন্য শিখর ধবন ও রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজকোটে ব্যাটিং করার সময় পাঁজরে চোট পান ধবন। অন্যদিকে, ফিল্ডিং করার সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ কাঁধে চোট পান রোহিত। এই দুই ওপেনারই অবশ্য সুস্থ হয়ে উঠছেন বলে ভারতীয় দল সূত্রে খবর। প্রথম ম্যাচে মাথায় চোট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে খেলতে না পারা উইকেটরক্ষক ঋষভ পন্থও ফিট হয়ে গিয়েছেন বলে খবর। ফলে কাল তিনি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে উইকেটরক্ষক হিসেবে কাজ চালাতে হবে না। অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে বদলের সম্ভাবনা রয়েছে। রাজকোটে ভারতীয় দল ৩৪০ রান করে। ফলে তৃতীয় ম্যাচে বিরাট-রোহিতদের দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোর জন্য অন্যরকম পরিকল্পনা করতে পারেন অ্যারন ফিঞ্চ।
চিন্নাস্বামীর রেকর্ড অস্ট্রেলিয়াকে উৎসাহিত করে তোলার পক্ষে যথেষ্ট। এই মাঠে গত তিনটি ম্যাচই জিতেছে সফরকারীরা। ফলে কালও জয়ের আশা নিয়েই মাঠে নামবেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement