IND Vs AUS, Match Highlights: বিষ্ণোই, প্রসিদ্ধর তিনটি করে উইকেট, ৪৪ রানে অজি বধে টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় ভারতের
IND Vs AUS, 2nd T20: প্লে ডাউন হয়ে বোল্ড হয়ে যান অজি ওপেনার। আগের ম্যাচের শতরানকারী জশ ইংলিশ এদিন ২ রান করে বিষ্ণোইয়ের বলেই আউট হয়ে ফেরেন।
তিরুঅনন্তপুরম: টানা দ্বিতীয় জয়। পাঁচ ম্যাচের টি-টােয়েন্টি সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় দল (Indian Cricket Team)। অজিদের বিরুদ্ধে ৪৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ২৩৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রানেই আটকে গেল অস্ট্রেলিয়া। বল হাতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও প্রসিদ্ধ কৃষ্ণ।
বিশাল লক্ষ্যমাত্রা। শুরু থেকেই অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজন ছিল অ্যাটাকিং ব্যাটিং। কিন্তু স্টিভ স্মিথ ও ম্যাথু শর্ট এদিন শুরুটা ভাল করলেও তা টেনে নিয়ে যেতে পারেননি। নিজের প্রথম ওভারেই শর্টকে ফেরান বিষ্ণোই। প্লে ডাউন হয়ে বোল্ড হয়ে যান অজি ওপেনার। আগের ম্যাচের শতরানকারী জশ ইংলিশ এদিন ২ রান করে বিষ্ণোইয়ের বলেই আউট হয়ে ফেরেন। স্মিথও আগের ম্যাচে অর্ধশতরান হাঁকালেও ১৬ বলে ১৯ রান করেন। ১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। এদিন রান পাননি ম্য়াক্সওয়েলও। ৮ বলে ১২ রানের ইনিংস খেলার পথে ১টি বাউন্ডার ও ১টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত অক্ষর পটেলের বলে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হতে হয় অজি তারকাকে। লোয়ার অর্ডারে মার্কাস স্টোইনিস, টিম ডেভিড ও ম্যাথু ওয়েড মিলে চেষ্টা করেছিলেন। কিন্তু ১৯১ রানের বেশি বোর্ডে তুলতে পারেননি কেউই। স্টোইনিস ৪৫ ও ডেভিড ৩৭ রান করে আউট হন। ওয়েড ৪২ রান করে অপরাজিত থাকেন। অর্শদীপ, অক্ষর ও মুকেশ ১টি করে উইকেট নেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথম টি-টােয়েন্টিতে বিশ্রামের পর এদিনের ম্যাচে অজি একাদশে ঢুকেছিলেন ম্যাক্সওয়েল ও জাম্পা। আগের দিন ওপেনে নেমেছিলেন রুতুরাজ ও যশস্বী। কিন্তু খাতা খোলার আগেই ফিরতে হয়েছিল রুতুরাজকে। এদিন অবশ্য ও ২ ওপেনারই অর্ধশতরানের ইনিংস খেলেন। সবচেয়ে বিধ্বংসী মেজাজে ছিলেন জয়সওয়াল। সিন অ্যাবটের একটি ওভারে ২৪ রান তোলেন তিনি। তবে ২৬৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্য়াভিলিয়নে ফিরে যান। ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে রুতুরাজ ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ঈশান কিষাণও এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩২ বলে ৫২ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। তবে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এদিন ফের জমিয়ে দেন রিঙ্কু সিংহ। মাত্র ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। সূর্য ১৯ রান করে আউট হন। অজি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন নাথান এলিস ও ১ উইকেট নেন স্টোইনিস।