এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Australia vs India, 2nd T-20: আজ কখন, কোথায় দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ?
Australia vs India T-20 Series: আজ খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী দুপুরে ১.৪০ থেকে।
সিডনি: আজ সিডনিতে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জিতে এগিয়ে ভারতীয় দল। আজ জিতলেই সিরিজ দখল করবেন বিরাট কোহলিরা। তাঁরা সেই লক্ষ্যেই খেলতে নামছেন। আজ খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৪০ থেকে। খেলা দেখা যাবে সোনি টেন-১, সোনি টেন-১ এইচ ডি, সোনি টেন-৩ ও সোনি টেন-৩ এইচডি-তে। এছাড়া এয়ারটেল টিভি, জিও টিভি এবং সোনি লিভ অ্যাপেও খেলা দেখা যাবে।
প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো রবীন্দ্র জাডেজা অবশ্য আজ খেলতে পারবেন না। প্রথম ম্যাচেই চোট পেয়ে তিনি এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কও ব্যক্তিগত সমস্যার কারণে আজকের ম্যাচ এবং শেষ ম্যাচে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং অলরাউন্ডার মার্কাস স্টোইনিসেরও চোট রয়েছে। ফলে দু’দলই চোট নিয়ে সমস্যায়।
আজ টিম ইন্ডিয়ার প্রথম একাদশে খুব বেশি বদলের সম্ভাবনা নেই। শিখর ধবনের সঙ্গে কেএল রাহুলকেই ওপেনারের ভূমিকায় দেখা যাবে। তিন নম্বরে অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচে ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। এ জন্য টিম ম্যানেজমেন্ট তাঁকে চার নম্বরেই খেলার সুযোগ দিতে পারে। এই পরিস্থিতিতে শ্রেয়স আয়ারকে ফের প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে।
মণীশ পাণ্ডেকে পাঁচ ও হার্দিক পাণ্ড্যকে ছয় নম্বরে দেখা যাবে। যদিও পরিস্থিতি অনুযায়ী, হার্দিককে টপ অর্ডারেও পাঠানো হতে পারে। চোটের কারণে রবীন্দ্র জাডেজা সিরিজে দলের বাইরে চলে যাওয়ায় অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে ওয়াশিংটন সুন্দরকে। স্পিন বোলিং অ্যাটাকের নেতৃত্বে থাকবেন যুজবেন্দ্র চাহাল।
ফাস্ট বোলারদের মধ্যে টিম ইন্ডিয়ায় প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। প্রথম ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন মহম্মদ শামি। আজকের ম্যাচে তাঁর জায়গায় খেলানো হতে পারে জসপ্রীত বুমরাহকে। টি ২০-তে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন টি নটরাজন। এই ম্যাচেও তাঁর খেলা নিশ্চিত। দীপক চাহারের প্রতিও আস্থা রাখতে পারেন অধিনায়ক।
একদিনের সিরিজের ফল হয় অস্ট্রেলিয়ার পক্ষে ২-১। প্রথম দু’টি ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া। এরপর শেষ ম্যাচ জিতে কিছুটা মুখরক্ষা করে ভারতীয় দল। আজ যদি টি-২০ সিরিজ পকেটে পুরে নিতে পারেন বিরাটরা, তাহলে তাঁরা সম্মান পুনরুদ্ধার করতে পারবেন। একইসঙ্গে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসও পাবে ভারতীয় দল। ফলে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বিরাটরা।
ভারতীয় দল-বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, ময়ঙ্ক অগ্রবাল, কে এল রাহুল (সহ-অধিনায়ক), শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, দীপক চাহার ও টি নটরাজন।
অস্ট্রেলিয়া দল-অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগর, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মোজেস হেনরিক্স, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, ডি আর্সি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement