Ind vs Aus 3rd ODI: আজ ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারবে অস্ট্রেলিয়া? কোথায়-কখন দেখবেন ম্যাচ?
Team India: আজ, বুধবার রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষার ম্যাচ ভারতের। যে ম্যাচে দলে এক ঝাঁক পরিবর্তন করছে ভারত।
রাজকোট: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। আজ, বুধবার রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষার ম্যাচ ভারতের। যে ম্যাচে দলে এক ঝাঁক পরিবর্তন করছে ভারত।
তৃতীয় ওয়ান ডে-র আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা জানিয়েছেন, তৃতীয় ম্যাচে শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও অক্ষর পটেল খেলবেন না। এমনিতেই অক্ষরের চোট রয়েছে। বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার সামনে এই ম্যাচে হৃত সম্মান কিছুটা অন্তত পুনরুদ্ধারের লড়াই। টানা পাঁচ ওয়ান ডে ম্যাচে হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর ভারতের বিরুদ্ধেও দুটি ম্যাচ হেরেছে। এর আগে ২০২০ সালে একবার টানা পাঁচ ওয়ান ডে হেরেছিল অস্ট্রেলিয়া। কাকতালীয় হলেও, সেবারও তারা দক্ষিণ আফ্রিকার কাছে ৩টি ও ভারতের বিরুদ্ধে ২টি ম্যাচ হেরেছিল। বুধবার রাজকোটে হারলে সেই রেকর্ডও ভেঙে যাবে।
ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ইতিহাস বলছে, এর আগে একবারই টানা ৭ ওয়ান ডে হেরেছিল তারা। ২০১৮ সালে। বুধবার রাজকোটে হেরে গেলে টানা ৬ পরাজয়ের লজ্জা হজম করতে হবে অজ়িদের।
কাদের ম্যাচ?
ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে ম্যাচ
কোথায় খেলা?
রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়াম
কখন শুরু ম্যাচ?
ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস ম্যাচের আধ ঘণ্টা আগে, দুপুর ১টায়
কোথায় দেখবেন?
টিভিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরাও দেখতে পাবেন ম্যাচ। স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে খেলা
3rd ODI. INDIA XI: R Sharma(c), V Kohli, S Iyer, KL Rahul(WK), S Yadav, R Jadeja, W Sundar, K Yadav, M Siraj, P Krishna, J Bumrah. https://t.co/H0AW9UXI5Y #INDvAUS @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) September 27, 2023
3rd ODI. AUSTRALIA XI: D Warner, M Marsh, S Smith, M Labuschagne, A Carey(wk), G Maxwell, C Green, P Cummins(c), M Starc, T Sangha, J Hazlewood. https://t.co/H0AW9UXI5Y #INDvAUS @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) September 27, 2023
আরও পড়ুন: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা ভারতের সিফট কৌরের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন