এক্সপ্লোর
Advertisement
ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে চতুর্থ টেস্টেও নেই অশ্বিন, ওর চোট সারানোর দিকে নজর দেওয়া উচিত, বলছেন বিরাট
সিডনি: ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য রবিচন্দ্রন অশ্বিনের চোট নিয়ে উদ্বিগ্ন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, নিজেকে চোটমুক্ত রাখার দিকে নজর দেওয়া উচিত এই অফস্পিনারের। কাল থেকে শুরু হতে চতুর্থ টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের দলে থাকলেও, ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে ছিটকে গিয়েছেন অশ্বিন। তাঁর বদলে খেলতে পারেন কুলদীপ যাদব।
এই সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন অশ্বিন। এরপরেই চোট পান তিনি। এই চোটের জন্য পরের দু’টি টেস্টে খেলতে পারেননি তিনি। চতুর্থ তথা শেষ টেস্টেও খেলতে পারছেন না। বিরাট বুঝিয়ে দিয়েছেন, এই অফস্পিনারের বারবার চোট পাওয়া নিয়ে তিনি খুশি নন। এ বিষয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘গত দু’টি বিদেশ সফরে অশ্বিনের একই ধরনের চোট ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওকেই চোট সারানোর দিকে নজর দিতে হবে। ফিজিও ও ট্রেনের ওর সঙ্গে কথা বলেছে। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও যাতে টেস্ট ক্রিকেটে আরও ভাল পারফরম্যান্স দেখাতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা চাই ও ১০০ শতাংশ ফিট থাকুক। ও ঠিক সময়ে সুস্থ না হয়ে উঠতে পারায় হতাশ। ওকে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য কী করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। চোটের কথা আগে থাকতে বলা যায় না। তবে চোট পেলে ফিট হওয়ার জন্য যা করা দরকার সেটা করতে হবে।’
মেলবোর্নে প্রথম টেস্টে বিরাটও চোট পান। ফিল্ডিং করার সময় তাঁর কোমরে টেপ জড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। সেই চোট নিয়েই তিনি খেলে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘২০১১ থেকেই আমি চোট নিয়ে খেলে যাচ্ছি। এটা নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি। এর ফলে চোট নিয়েও খেলতে পারছি। খেলতে গেলে চোট লাগবেই। সেটা নিয়ে ভাবি না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement