এক্সপ্লোর
Advertisement
IND Vs AUS: ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে দলের বাইরে চলে গেলেন মিচেল স্টার্ক
সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। বাকি টি ২০ সিরিজে দলের বাইরে চলে গেলেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
সিডনি: সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। বাকি টি ২০ সিরিজে দলের বাইরে চলে গেলেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। জানা গেছে. পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে স্টার্ক অস্ট্রেলিয়া দলের সঙ্গে ক্যানবেরা থেকে সিডনিতে পৌঁছতে পারেননি। টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনও স্টার্কের পরিবর্ত হিসেবে কাউকে দলে নেয়নি।
ব্যাক আপ হিসেবে অস্ট্রেলিয়া দলে আগে থেকেই রয়েছেন অ্যান্ড্রু টাই ও ড্যানিয়েল স্যামস। এই দুজনের মধ্যে কোনও একজন স্টার্কের অনুপস্থিতিতে প্রথম এগারোয়া থাকতে পারেন। আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে টেস্ট সিরিজ। ওই সিরিজে স্টার্ক খেলবেন কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
শনিবারই স্টার্ট অস্ট্রেলিয়া টিমের বায়ো বাবল থেকে আলাদা হয়ে গিয়েছেন। স্টার্ক টিম ম্যানেজমেন্টকে তাঁর পরিবারের এক সদস্যের অসুস্থতার কথা জানান। অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, পরিবারের থেকে গুরুত্বপূর্ণ কিছু নয়। এ ব্যাপারে স্টার্কের ক্ষেত্রে ভিন্ন কিছু কীভাবে হতে পারে।
অসি কোচ কঠিন সময়ে স্টার্কের পাশে থাকার কথা বলেছেন। তাঁর কথায়, আমরা সম্পূর্ণভাবে স্টার্কের পাশে রয়েছি। দলে ফিরে আসতে চাইলে ওকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত থাকব।
স্টার্কের দলের বাইরে চলে যাওয়ার আগে অস্ট্রেলিয়া টিম প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়াও ডেভিড ওয়ার্নার ও অ্যাশটন আগর চোট পাওয়ায় টি ২০ সিরিজে দল থেকে ছিটকে গিয়েছেন। প্রথম টি ২০ ম্যাচে অধিনায়ক অ্যারন ফিঞ্চ চোট পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁর খেলাও নিশ্চিত নয়।
উল্লেখ্য, প্রথম ম্যাচে জিতে তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে। এর আগে একদিনের সিরিজ অবশ্য অস্ট্রেলিয়া ২-১ জিতেছে।
টি ২০ সিরিজে ভারতও ধাক্কা খেয়েছে। প্রথম ম্যাচে মাথায় চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে সিরিজের বাকি দুটি ম্যাচের দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার শার্দুল ঠাকুর। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে দুরন্ত ইনিংস খেলেন জাডেজা। শেষ লগ্নে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারতের রান ১৬১-তে পৌঁছে যায়। অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে ১৫০ রানে থেমে যায়। ভারত ১১ রানে ম্যাচ জেতে। আজ সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে বিরাট কোহলির দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement