IND vs BAN: প্যাভিলিয়নে রাহুল, বিরাটরা, কাল ঢাকা টেস্ট জিততে ভারতের চাই মাত্র ১০০
IND vs BAN, 2nd Test: ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল। ক্রিজে আছেন অক্ষর পটেল ও নাইটওয়াচম্য়ান জয়দেব উনাদকাট।
ঢাকা: জমে গেল ঢাকা টেস্ট। শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ১০০ রান। হাতে রয়েছে ৬ উইকেট। ১৪৫ রান করলেই ম্যাচ পকেটে। এই লক্ষ্যে খেলতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৫ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল। ক্রিজে আছেন অক্ষর পটেল ও নাইটওয়াচম্য়ান জয়দেব উনাদকাট।
গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৭ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রথম টেস্টের শতরানকারী জাকির হাসান অর্ধশতরান করেন। যদিও ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উমেশ যাদব তুলে নেন জাকির হাসানের উইকেট। লোয়ার অর্ডারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন দাস। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ ৩১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৩১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছে ভারতীয় দল। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। অধিনায়ক কে এল রাহুল ২ রান করে ফেরেন। শুভমন গিল ৭ রান করেন। ৬ রান করেন চেতেশ্বর পূজারা। ২২ বলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। অক্ষর পটেল ২৬ রান করে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ ৩ উইকেট তুলে নিয়েছেন।
ফোন ধোনি, নিলামে সিএসকের প্লেয়ার নির্বাচনে নিলেন ভূমিকা
চেন্নাই সুপার কিংস বরাবর তাঁকে ধরেই দল গোছায়। তাঁর পরামর্শই সিএসকে-র শেষ কথা। কিন্তু ২০২৩ সালের জন্য মিনি নিলামে কি মহেন্দ্র সিংহ ধোনির মত নিয়েই দল গুছিয়েছে সিএসকে?
নিলাম শেষ হওয়ার পর সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন বলেছেন, 'ধোনি সারাদিন ফোনের ওপারে ছিল। সারাক্ষণ কথা বলেছি ওর সঙ্গে। দলগঠনে মতামত নিয়েছি। দল নিয়ে ও ভীষণ খুশি।'
চেন্নাই সুপার কিংসের পুরো দল: মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, ডেভন কনওয়ে, শুভ্রাংশু সেনাপতি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিংহ, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, রবীন্দ্র জাডেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, কে ভগত বর্মা, রাজবর্ধন হাঙ্গরগেকর, মহরেশ তিক্সানা, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন ও অজয় মণ্ডল।