Ind vs Eng, ODI: জেসন-জনি জুটির নাম উঠল ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে, কেন জানেন
দুরন্ত ছন্দে রয়েছেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ওয়ান ডে-তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে প্রায় প্রত্যেক ম্যাচে ইনিংসের শুরুতেই দাপট দেখাচ্ছেন।
পুণে: দুরন্ত ছন্দে রয়েছেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ওয়ান ডে-তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে প্রায় প্রত্যেক ম্যাচে ইনিংসের শুরুতেই দাপট দেখাচ্ছেন। শুক্রবারও যার অন্যথা হল না। পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে শুক্রবার ইংল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ১৬.৩ ওভারে ১১০ রান যোগ করেন জেসন ও জনি।
সেই সঙ্গে ওপেনিং জুটি হিসাবে একটি অনন্য নজির গড়ে ফেললেন জনি-জেসন। এই নিয়ে ১৩ বার ওয়ান ডে-তে ইনিংস ওপেন করতে নেমে একশো বা তার বেশি স্কোর যোগ করলেন তাঁরা। ভেঙে দিলেন জো রুট ও অইন মর্গ্য়ানের রেকর্ড। ইংল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করে ১২বার সেঞ্চুরি বা তার বেশি রানের পার্টনারশিপ ছিল রুট ও মর্গ্যানের।
এদিন ম্যাচ হারলেও একটি মাইলফলক গড়লেন বিরাট কোহলিও। তিনি সেঞ্চুরি পাননি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান। যদিও ব্যাট হাতে নতুন এক মাইলফলক তৈরি করলেন বিরাট কোহলি। প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন কীর্তি গড়ছেন বিরাট। একের পর এক ব্যাটিং কীর্তি এখন জমা রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বিরাট অসাধারণ দু'টি নজির গড়লেন। পুণের দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৯ বলে ৬৬ রান করে আউট হন কোহলি। অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করার পথে কোহলি অধিনায়ক হিসাবে গ্রেম স্মিথের একটি রেকর্ড পেরিয়ে গেলেন। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেম স্মিথকে টপকে ৫ নম্বরে উঠে এলেন বিরাট।
শনিবার ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন বিরাট। ৩ নম্বরে ব্যাট করতে নেমে পন্টিং করেছেন ১২৬৬২ রান। তিন নম্বরে ব্যাট করে কোহলির সংগ্রহ দাঁড়াল ১০০৪৬ রান।